বাসায় কুকুর পোষার ১৫টি উপকারিতা

প্রিয় পাঠক বৃন্দ বাসায় কুকুর পোষার ১৫টি উপকারিতা বিষয়ে আজকের আর্টিকেল লেখা শুরু করলাম। বাসার নিরাপত্তার জন্য অনেকে কুকুর পুষেন। কুকুর অত্যন্ত বিচক্ষণ প্রাণী। এছাড়া কুকুর অত্যন্ত শিকার পারদর্শী। কুকুর কে বিনোদনের জন্য ব্যবহার করা হয়।
এইজন্যে কুকুর কে স্বাস্থ্যকর খাবার ও ভাল পরিবেশ এবং স্বাস্থ্য কর বাসস্থানের ব্যবস্থা করা প্রয়োজন। কুকুর সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।

ভুমিকা

আজকের আর্টিকেল বাসায় কুকুর পোষার ১৫টি উপকারিতা। কুকুর অত্যন্ত মনিবকে ভালোবাসে। মনিবের স্বার্থ রক্ষার জন্য নিজের জীবন বিসর্জন দিতে কুন্ঠা বোধ করে না। এছাড়াও বাসায় কুকুর পুষলে চোর ডাকাতের কবল থেকে রক্ষা করার জন্য যাবতীয় চেষ্টা করে।
প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দ্বারা অন্ধদের বিভিন্ন জায়গায় যাতায়াতের সহযোগিতা করে। এছাড়াও কুকুরের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর। যার কারণে বোমা অথবা বিভিন্ন ধরনের অস্ত্র সন্ধানের জন্য কুকুরকে ব্যবহার করা যেতে পারে। এইজন্য পোষা কুকুরের উপকারিতা সহ যাবতীয় তথ্য জানতে আজকের আর্টিকেল ভিজিট করুন।

বাসায় কুকুর পোষার ১৫টি উপকারিতা

বিড়াল ও কুকুর অনেকেই পুষতে খুব ভালবাসেন। কে কোন প্রাণী ভালোবাসেন তা তাদের নিজস্ব ব্যাপার। তবে পোষার জন্য বিড়াল এবং কুকুর অনেক গুরুত্বপূর্ণ। এই দুটি প্রাণী মনিবের কথা শুনে এবং মনিবকে খুব ভালোবাসে। বাসায় কুকুর পোষার ১৫টি উপকারিতা বর্ণনা করা হলো।

হাসির জন্য কুকুর পোষাঃ একটি জরিপে দেখা গেছে কুকুর মানুষকে হাসাতে অত্যন্ত পারদর্শী। বিড়ালের তুলনায় কুকুর মনিবকে হাসাতে অনেক বেশি পারদর্শী। এইজন্যে মনের আনন্দের জন্য অনেকেই কুকুর পুষেন।

কুকুর মনিবকে খুব ভালোবাসেনঃ বিড়ালের তুলনায় কুকুর অত্যন্ত বেশি মানুষকে ভালবাসতে পারে। যার কারণে কুকুর মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপনে নজির স্থাপন করেছে। যে কোন বিপদে মনিবের সাহায্য করতে কুকুর এগিয়ে আসে।

কুকুরের ঘ্রাণ শক্তিঃ কুকুরের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর। ঘ্রান শক্তির কারণে কুকুর মানুষকে নানাভাবে সহায়তা করে। কুকুরের মত বিড়ালের ঘ্রান শক্তি থাকে না। কোন ক্ষতিকর বস্তুু থাকলে কুকুর তার ঘ্রান শক্তির কারনে সেটা উদ্ধার করতে সহায়তা করে।

প্রযুক্তিতে দক্ষঃ কুকুর প্রযুক্তির দিক দিয়ে অনেক দক্ষ। কুকুরকে প্রযুক্তি শিক্ষা দিলে খুব তাড়াতাড়ি সেটা গ্রহণ করতে পারে। বিভিন্ন গবেষণায় কুকুর তাড়াতাড়ি প্রযুক্তি গ্রহণ করতে পারে তা উঠে এসেছে। কুকুর সাধারণত অত্যন্ত দক্ষ হওয়ার কারণে বিভিন্ন অপরাধি কে ধরতে ও কোথাও বোমা বা অন্য কিছু রাখা আছে কিনা তা উদ্ধার করতে দক্ষতার সহিত সহায়তা করে।

সুস্থ থাকতে সহায়তা করেঃ কুকুর মানুষকে সুস্থ থাকতে সহায়তা করে। এক্ষেত্রে কুকুর পার্ক বা বিভিন্ন খোলা জায়গায় তার মালিকের সঙ্গে হাটাহাটি এবং খেলা করে। যার কারণে কুকুরের সঙ্গে মালিকও হাটাহাটি ও খেলা করতে ভালোবাসে। যার কারনে কুকুরের মালিকের ব্যায়ামের কাজটুকু হয়ে যায়।

বিভিন্ন কাজে পারদর্শীঃ কুকুর প্রশিক্ষণ পেলে বিভিন্ন কাজে পারদর্শী হয়। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর অন্ধ লোকদেরকে নিয়ে চলাফেরা করে। বিভিন্ন জায়গায় বোমা অস্ত্র বা অনেক অনাকাঙ্ক্ষিত জিনিস কুকুর খুঁজে বাহির করতে সহায়তা করে।

অত্যন্ত বেশি অনুভূতিঃ যেকোনো বিপদের সংকেত কুকুর আগেই বুঝতে পারে। কুকুরের অনুভূতিকে ষষ্ঠ ইন্দ্রিয়ের সঙ্গে তুলনা করা হয়। কুকুরের দ্বারা জাতীয় ন্যাশনাল জিওগ্রাফিক এর অনেক ডকুমেন্টারি উঠে এসেছে। প্রশিক্ষণ পেলে কুকুর মোবাইল ফোন ব্যবহার করতে পারে।

প্রান বাঁচাতে সহায়তা করেঃ বিভিন্ন জায়গা থেকে বিলুপ্ত কৃত প্রাণীর বাঁচাতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সহায়তা করে। এছাড়া বিভিন্ন বিলুপ্ত কৃত প্রাণী পাহারার কাজ করতে পারে কুকুর।

কুকুর বিশ্বস্ত বন্ধুঃ কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু হিসেবে কাজ করে। বাড়িতে কুকুর রাখলে বিশ্বস্ততার সাথে মালিকের বাড়ি পাহারা দেয়।বাসায় চোর ডাকাত ঢুকলে কুকুর সেটা প্রতিহত করে।

অ্যালার্জির ঝুঁকি কমায়ঃ বাড়িতে কুকুর পুষলে এলার্জির ঝুঁকি কমায়। ২০১০ সালের এক গবেষণায় বলা হয়েছে যেসব বাচ্চারা ছোটকালে কুকুরের সঙ্গে থাকতে অভ্যস্ত তাদের একজিমা ও এলার্জি হওয়ার ঝুঁকি কম।

ব্যথা দূর করেঃ যে সকল লোকেরা বাসায় কুকুর পুষেন এবং কুকুরের সঙ্গে সময় ব্যয় করেন তাদের ব্যথানাশক ওষুধ থেকে বিরত থাকা যায়। একটি গবেষণায় দেখা গেছে যে সকল লোক জয়েন্টের ব্যথায় ভুগেন কুকুরের সঙ্গে ৫ থেকে ১৫ মিনিট সময় কাটালে তাদের ব্যথা অন্যের তুলনায় কমে যায়।

ক্যান্সার সনাক্ত করতে পারেঃ বাসায় কুকুর পুষলে কুকুর ক্যান্সার সনাক্ত করতে পারে। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণা অনুসারে কুকুর ঘ্রাণের মাধ্যমে অন্ত্রের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে সনাক্ত করতে পারে।

মানসিক অবসাদ দূর করেঃ গবেষণায় দেখা গেছে যাদের বাসায় কুকুর রয়েছে তাদের মানসিক উদ্বেগ অবসাদ কমে গেছে। বিশেষ করে মানসিকভাবে দুর্বল হলে কুকুর তখন সঙ্গ দেয় এবং আনন্দ দেয়। যার কারণে কুকুরের সঙ্গে সময় কাটালে মানসিকভাবে চাঙ্গা হওয়া যায় এবং অবসাদ থেকে দূরে থাকা যায়।

হৃদরোগের ঝুঁকি কমেঃ বাসায় কুকুর পুষলে মানসিক অবস্থা ভালো থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে। কুকুর পুষার কারণে কুকুরের সঙ্গে হাটাহাটি ও আনন্দ করলে শরীরচর্চা বেড়ে যায় যার কারণে রোগের ঝুঁকি কমে। এছাড়াও রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকে।

শিশুদের জন্য ভালোঃ কুকুর পোষলে বাড়ির শিশুদের সাথে কুকুর খেলা করে। এছাড়াও শিশুদেরকে কুকুর পাহারা দেয়। হঠাৎ করে শিশু পড়ে যেতে লাগলে বা ক্ষতিগ্রস্ত হতে লাগলে কুকুর সেটা রক্ষা করে।

বাসার পোষা কুকুর সুস্থ রাখার উপায়

আজকের আর্টিকেল বাসায় কুকুর পোষার ১৫টি উপকারিতা। বাসায় কুকুর পালন করলে সব সময় কুকুরের যত্ন করা প্রয়োজন। সঠিক যত্ন ও নিয়মতান্ত্রিক খাবারের মাধ্যমে কুকুর সুস্থ রাখা যায়। এছাড়াও কুকুরকে সবসময়ই রোগ জীবাণু মুক্ত পরিবেশে রাখতে হবে। বাসায় পোষা কুকুর সুস্থ রাখার উপায় আলোচনা করা হলো।
পর্যাপ্ত বাসস্থানঃ কুকুর পালন করার জন্য স্বাস্থ্যসম্মত বাসস্থান রাখা প্রয়োজন। কুকুর বসবাসের জায়গা পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে। কুকুরকে আরামদায়কভাবে বসবাস করতে না দিলে রোগ জীবাণু আক্রমণের সম্ভাবনা থাকে। যার জন্য শুকনো আলো বাতাস যুক্ত জায়গা থাকতে হবে।

সঠিক খাবার খাওয়ানোঃ কুকুর পালন করার জন্য স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানো প্রয়োজন। স্বাস্থ্যসম্মত এবং পুষ্টি উপাদান সম্বলিত খাবার না খাওয়ালে কুকুরের স্বাস্থ্য হানি হয়। কুকুরকে রোগমুক্ত এবং স্বাস্থ্যসম্মত রাখার জন্য পুষ্টি উপাদান জাতীয় খাবার নির্বাচন করা প্রয়োজন।

স্বাস্থ্য পরিচর্যাঃ কুকুরকে নিয়মিত ভেটেনারি ডাক্তারের কাছে নিয়ে যেয়ে স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। এছাড়াও কুকুরকে সাবধানে রাখতে হবে যেন কোন রোগ জীবাণুর সংক্রমণ হওয়ার সম্ভাবনা না থাকে।

পরিষ্কার পরিচ্ছন্নতাঃ কুকুরের জায়গা পরিষ্কার রাখতে হবে এবং কুকুরের খাবার পাত্র সবসময় জীবাণুমুক্ত করে রাখতে হবে। এছাড়া নিয়মিত কুকুরকে গোসল করানো কুকুরের লোম পরিষ্কার করা ইত্যাদি যত্ন নেওয়া প্রয়োজন।

ব্যায়াম ও খেলার সময় নির্ধারণঃ কুকুরের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার পরিবেশ রাখতে হবে। এছাড়াও প্রতিদিন হাঁটানোর ব্যবস্থা করা প্রয়োজন।

প্রশিক্ষণ দেওয়াঃ কুকুরকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কুকুরের আচরণ নিয়ন্ত্রিত থাকে। এছাড়াও প্রশিক্ষণের মাধ্যমে কুকুর শত্রু হতে রক্ষা পাওয়ার যোগ্যতা অর্জন করে।

মানসিক যত্ন নেওয়াঃ কুকুরকে নিয়মিত মানসিকভাবে যত্ন নেওয়া প্রয়োজন। কুকুরের সঙ্গে সঙ্গ দেওয়া খেলা করা ও কুকুরকে আনন্দ দেওয়ার মাধ্যমে মানসিক যত্ন নেওয়া যায়।

নিরাপত্তা দেওয়াঃ কুকুরকে ঘরে ও বাইরে সব সময় নিরাপত্তা দেওয়া প্রয়োজন। কুকুরের জায়গা বা জানালা রেলিং সংযুক্ত করে রাখা। এছাড়াও কুকুরকে একাকী না রাখা।

টিকা গ্রহণঃ কুকুরকে নিয়মিত টিকা দেওয়া প্রয়োজন। কুকুর যেহেতু জলাতঙ্ক রোগের বাহক। এছাড়াও সুস্থ কুকুরকে জলাতঙ্ক রোগ যুক্ত কুকুর কামড়ালে কুকুরের জ্বালাতঙ্ক রোগ হয়। যার কারণে বাসার কুকুরকে নিয়মিত জলাতঙ্কের টিকা দেওয়া প্রয়োজন।

কুকুর সম্পর্কে অজানা তথ্য

কুকুর পরিচিত ও পোষ মানা প্রাণী। বাসায় কুকুর পুষলে সে মনিবের কথায় ওঠাবসা করে। কুকুর মণিবকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা দেয়। আজকের আর্টিকেল বাসায় কুকুর পোষার ১৫টি উপকারিতা। কুকুর সম্পর্কে অনেক মজার তথ্য আছে। কুকুর সম্পর্কে অজানা তথ্য আলোচনা করা হলো।

অত্যন্ত প্রখর ঘ্রাণ শক্তিঃ কুকুরের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর। একজন মানুষের নাকে গড়ে পঞ্চাশ লাখের মতো সেন্ট রিসেপ্টর বা গন্ধ পাওয়ার গ্রন্থি থাকে। অপরপক্ষে একটি কুকুরের নাকে গড়ে ১২ কোটির মত সেন্ট রিসেপ্টর বা গন্ধ পাওয়ার গ্রন্থি থাকে।

কুকুর অনেক স্বপ্ন দেখেঃ কুকুর যদি ঘুমের মধ্যে রাতে নড়াচড়া করতে দেখা যায় তাহলে সম্ভবত সে স্বপ্ন দেখছে। গবেষকগণেরা দেখেছেন যে কুকুর মানুষের মতো স্বপ্ন দেখে। সাইকোলজি টুডে ওয়েবসাইটের সূত্রে জানা যায় সারাদিন কুকুর খেলাধুলা করে তার স্বপ্ন রাত্রে দেখে।

শহরের মেয়র হয়েছিল কুকুরঃ ২০১২ সালে ম্যাক্স নামের ক্যালিফোর্নিয়ার ইডিল ওয়াইল্ড নামের একটি শহরের প্রথম মেয়র নির্বাচিত হয় ম্যাক্স নামে একটি গোল্ডেন রিট্রিভার কুকুর। তবে দুর্ভাগ্যজনকভাবে ২০১৩ সালে ম্যাক্স মারা যায়। এরপরে উক্ত জায়গা করে নেয় ম্যাক্স নামের দ্বিতীয় কুকুর। উক্ত কুকুর ২০২২ সাল পর্যন্ত মেয়র ছিল।

কুকুরের লেজ নাড়ার অর্থ আছেঃ কুকুর যদি মালিককে দেখে উত্তেজিতভাবে লেজ নাড়ায় তবে মনে করা হবে উক্ত কুকুর খুশি হয়েছে। ডিসকভারি ডট কম থেকে জানা যায় ডান পাশে যখন লেজ নাড়ায় তারা খুশি থাকে আর বাম পাশে যখন লেজ নাড়ায় তখন ভয় পায়।

নিউফাউন্ডল্যান্ড কুকুর জীবন বাচায়ঃ কুকুরের চামড়া পানি প্রতিরোধী এবং চামড়া পায়ের আঙ্গুল পর্যন্ত জোড়া লাগানো হওয়ায় তারা দক্ষ সাঁতারু। এই জন্য জেলেদেরকে উদ্ধার অথবা মানুষ ডুবে গেলে তাদের উদ্ধারে এই কুকুরগুলো সহযোগিতা করে।

সবচেয়ে বয়স্ক কুকুরঃ সবচেয়ে বয়স্ক কুকুরের নাম ববি। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ যখন তাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর ঘোষণা করে তখন তার বয়স ৩০ বছর ২৬৬ দিন। ববির জন্ম ১৯৯২ সালের ১১ই মে। শুধু বেঁচে থাকা কুকুরের মধ্যে নয় এ পর্যন্ত যত কুকুর ছিল সবচাইতে বেশি সময় সে বেঁচে ছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে অনেকে কুকুর পুষতেনঃ যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্ট পোষা প্রানি হিসেবে কুকুরকে পছন্দ করতেন। অধিকাংশ প্রেসিডেন্ট কুকুর পুষতেন। প্রেসিডেন্টদের মধ্যে কেলভিন পুলিশ সবচাইতে বেশি কুকুর পোষেন যার কুকুর ছিল বারোটি।

চকলেট খাওয়া কুকুরের জন্য ক্ষতিকরঃ চকলেটে আছে থিয়োব্রোমিন নামে একটি উপাদান। চকলেট খেলে কুকুরের সহজে হজম হয় না। এইজন্য কুকুরের জন্য চকলেট খাওয়া ক্ষতিকর।

নেকড়ের বংশধর হলো কুকুরঃ কুকুর দেখতে অনেকটা নেকড়ে বাঘের মত। আসলে প্রকৃতপক্ষে কুকুর বনর নেকড়ের বংশধর। তবে নেকড়ে পোষা প্রাণীর উপযুক্ত নয়।

পৃথিবীতে মোট ৯০ কোটি কুকুরঃ পৃথিবীতে মোট কতটি কুকুর আছে তা বলা কষ্টকর। তবে সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে পৃথিবীতে আনুমানিক ৯০ কোটি কুকুর আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এগুলো কুকুরের মধ্যে ৭৫ থেকে ৮৫ ভাগই মালিক নেই।

কুকুরের টিকা গ্রহন

বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের টিকা রয়েছে। অনেকের বাসায় পোষা কুকুর আছে। সময়ের সাথে সাথে এই প্রাণীগুলো আমাদের পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। তবে কুকুর পুষলেই হবে না, কুকুরটির সঠিকভাবে যত্ন নিতে হবে। সেই সঙ্গে সঠিক সময়ে টিকা দিতে হবে।
জলাতঙ্ক, ডিপথেরিয়া, ফ্লুর এর মত কিছু রোগ আছে, এগুলো রোগ পশু থেকে মানুষ কিংবা মানুষ থেকে পশুর মধ্যে ছড়াতে পারে। এছাড়া শিশুরা এই পোষা পানি কুকুরের সঙ্গে খেলতে পছন্দ করে। যা খেলতে খেলতে কিছু সময় গায়ে আচর দিয়ে বসে এই পোষা কুকুরটি। এজন্য পোষা এই কুকুরটিকে বাসায় আনার পরে প্রয়োজনের টিকা দিতে হবে।

এই পোষা প্রাণীর টিকা নিয়ে পরামর্শ দিয়েছেন 'পাও লাইফ এর ভেট রবিউল হাসান। বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের টিকা রয়েছে। ঠিকা এই প্রাণীদের শরীরে এন্টিবডি তৈরির মাধ্যমে এই রোগ জীবাণু গুলো ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে থাকে ‌‌। যা আপনাদের পোষা প্রাণী গুলো সুরক্ষিত ও সুস্থ অবস্থায় রাখতে সাহায্য করে এই টিকার মাধ্যমে।

লেখকের মন্তব্য

সুপ্রিয় পাঠকগন বাসায় কুকুর পোষার ১৫টি উপকারিতা সম্পর্কে আজকের আর্টিকেল লেখা হল। বাসায় কুকুর পুষতে হলে তার যাবতীয় স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হতে হবে। এছাড়াও নিয়মিত কুকুরকে টিকা দেওয়ার মাধ্যমে সুস্থ রাখা যায়। কুকুরকে সুস্থ রাখতে পারলে কুকুরের দ্বারা অনেক উপকার পাওয়া যায়।

কুকুরের উপকারিতা সহ কুকুরের বিভিন্ন দিক ব্যাপারে জানতে আমাদের আর্টিকেল ভিজিট করুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকৃত হবেন। কোন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আজকের আদিকেল ভালো লাগলে বন্ধুদের মাঝে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url