পুরুষাঙ্গে জোকের তেল ব্যবহারের নিয়ম
প্রিয় পাঠক বৃন্দ পুরুষাঙ্গে জোকের তেল ব্যবহারের নিয়ম বিষয়ে আজকের আর্টিকেল লেখা শুরু করলাম। চারিদিকে অপসংস্কৃতির কারণে আমাদের তরুণ ও যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে মোবাইলের মাধ্যমে পর্ন ভিডিও দেখায় আস্তে আস্তে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো দেখার কারণে অধিকাংশ যুবকগণ যৌন দুর্বলতায় ভুগতেছেন।
এগুলো যৌন দুর্বলতা হতে বাঁচার জন্য জোঁকের তেল ব্যবহার করা যেতে পারে। জোঁকের তেল ব্যবহার সম্পর্কে জানতে আজকের আর্টিকেলের সঙ্গে থাকুন।
ভূমিকা
আজকের আর্টিকেল পুরুষাঙ্গে জোকের তেল ব্যবহারের নিয়ম। জোঁকের তেলে এন্টিঅক্সিডেন্ট ও এন্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। জোঁকের তেলের দ্বারা চিকিৎসা করার বৈজ্ঞানিক কোন প্রমাণ নাই। তারপরেও জোঁকের তেল দ্বারা চিকিৎসা করা সাধারণ লোকদের মধ্যে অনেক চাহিদা রয়েছে।
আর ও পড়ুনঃ স্মৃতি শক্তি বৃদ্ধির ১৫টি উপায়
প্রাচীনকাল থেকে বিভিন্ন রকম চিকিৎসায় জোঁকের তেল ব্যবহারের নিয়ম চলে আসতেছে। আয়ুর্বেদ ও ইউনানী ডাক্তারদের মতে জোকের তেলের দ্বারা চিকিৎসা অনেক বেশি কার্যকর। এইজন্য তারা জোঁকের তেল দিয়ে বিভিন্ন রকম চিকিৎসা করে আসতেছে। জোঁকের তেল সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন।
পুরুষাঙ্গে জোকের তেল ব্যবহারের নিয়ম
অনেকের পুরুষাঙ্গের অনেক রকম সমস্যা থাকে। পুরুষাঙ্গের সমস্যার কারণে যৌন দুর্বলতা কমে যায়। এই অবস্থায় সে মানসিক দিক দিয়ে বিব্রত অবস্থায় থাকে। এই সমস্যার সমাধানে জোকের তেল কার্যকরী ভূমিকা পালন করে। পুরুষাঙ্গে জোকের তেল ব্যবহারের নিয়ম আলোচনা করা হলো।
*প্রথমে পুরুষাঙ্গ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
*একটি চিকন কাঠিতে ভালো করে তুলা দিয়ে বল তৈরি করতে হবে এবং এই বল দিয়ে জোঁকের তেল পুরুষাঙ্গে ভালো করে লাগাতে হবে।
*জোকের তেল পুরুষাঙ্গে লাগানোর পরে ভালো করে মেসেজ করতে হবে। মেসেজ করার ফলে তেলগুলো শিরার মাধ্যমে ভিতরে পৌছে যাবে।
*প্রতিদিন রাতে ঘুমানোর সময় এই পদ্ধতিতে ভালো করে জোঁকের তেল ব্যবহার করুন।
*তবে জোকের তেল ব্যবহারের পূর্বে এলার্জি পরীক্ষা করে নেওয়া ভালো।
*প্রতিদিন দিনে এক থেকে দুইবার জোঁকের তেল পুরুষাঙ্গে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে সন্ধ্যারাতে একবার এবং সকালে একবার ব্যবহার করতে হবে।
*জোকের তেল পুরুষাঙ্গে লাগানোর কারণে পুরুষাঙ্গে বিভিন্ন রকম চর্ম রোগ হলে সেটি ভালো হয়। এছাড়াও পুরুষাঙ্গ মোটা এবং লম্বা হয় অনুরূপভাবে যৌনশক্তি বেড়ে যায়।
জোকের তেল তৈরীর নিয়ম
জোকের তেল সবসময় হাতের নাগালে পাওয়া যায় না। এ ছাড়া জোঁকের তেল কোনটি ভালো অথবা মন্দ এগুলো চেনা কষ্টকর হয়। খুব সহজেই জোকের তেল বাড়িতে তৈরি করা যায়। আজকের আর্টিকেল পুরুষাঙ্গে জোঁকের তেল ব্যবহারের নিয়ম। আসুন জেনে নিই বাড়িতে কিভাবে বিশুদ্ধ জোকের তেল তৈরি করা যায়।
২৫০ মিলির জোঁকের তেল তৈরি করতে পাঁচ থেকে সাতটি জোঁকের প্রয়োজন হয়।
একটি নারিকেল খোসা সহ লাগবে।
তৈরির নিয়মঃ প্রথমে একটি নারকেল নিয়ে মাথার খোসা সরিয়ে দেখতে পাওয়া যাবে দুটি ছিদ্রের মতো আছে। ছিদ্রের মত জায়গায় ভালো করে ছিদ্র করতে হবে। তবে লক্ষ রাখতে হবে নারকেল থেকে যেন পানি না পড়ে। নারিকেলের ভিতরে আস্ত তাজা পাঁচ থেকে ছয়টি জোক ঢুকিয়ে দিতে হবে।
জোক ঢুকিয়ে দেওয়ার পরে আঠা দিয়ে ফোটা বন্ধ করতে হবে। ভেতরে কোন বাতাস না প্রবেশ করে। নারিকেল থেকে যেন পানি বাহির না হয়। নারিকেল মাটি খুঁড়ে গর্ত করে মাটির ভিতরে ১৪ থেকে ১৫ দিন চাপা দিয়ে রাখতে হবে। ১৪থেকে ১৫ দিন পরে নারকেলটি গর্ত থেকে তুলে নিয়ে আসতে হবে।
নারিকেল টি ভাঙ্গার পরে জোক গুলো মৃত অবস্থায় দেখা যাবে। এছাড়া জোকগুলো নারিকেলের পানি খেয়ে অনেক মোটা তাজা হয়েছে। নারিকেল ভাঙ্গার সময় এক ধরনের দুর্গন্ধ দেখা যাবে। এই জন্য সতর্কতার সঙ্গে নারিকেল ভাঙতে হবে।
এরপর একটি কড়াই নিয়ে কড়াইয়ে সরিষার তৈল, অলিভ ওয়েল, বা নারিকেল তেল দিয়ে যোক গুলো ভাল করে ভাজতে হবে। এভাবে ভাজতে লাগলে আস্তে আস্তে জোক থেকে কড়াইয়ে তেল বাহির হয়ে আসবে। এই তেল গুলো বিশুদ্ধ জোকের তেল। তেলগুলো পাত্রে রেখে ব্যবহারের জন্য রেখে দিতে হবে।
আমরা এভাবেই বিশুদ্ধ জোঁকের তেল তৈরি করতে পারি। আমরা ব্যবহারের জন্য বাসাতে তৈরি জোকের তেল ব্যবহার করতে পারি অথবা ভালো জায়গা থেকে ক্রয় করে ব্যবহার করতে পারি।
জোঁকের তেলের দাম কত
প্রিয় পাঠক আপনারা হয়তো মনে মনে ভাবছেন জোঁকের তেল ক্রয় করবেন। আমাদের আর্টিকেলের মাধ্যমে আপনি জোকের তেল ক্রয় করার ব্যাপারে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। জোঁকের তেল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। বিশেষ করে ফুটপাতে জোকের তেল ক্রয় করলে অনেক কম দামে পাওয়া যায়।
তবে সেখানকার তেলের নিশ্চয়তার ব্যাপারে কিছু সন্দেহ থেকে যায়। এছাড়াও ভালো মানের ওষুধের দোকানে অথবা আয়ুর্বেদী ওষুধের দোকানে তেল ক্রয় করতে পারবেন।
এক্ষেত্রে ৫০ মিলি জোকের তেল কমপক্ষে ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আপনার কাছ থেকে দাম নিতে পারে। এছাড়াও জোকের তেল ক্রয় করতে নিম্নলিখিত জায়গায় দর দাম করে জোকের তেল ক্রয় করতে পারেন।
*নিউ এশিয়া ফার্মেসী ধানমন্ডি ঢাকা।
*এম কে ফার্মেসী নিউ মার্কেট ঢাকা।
*হক ফার্মেসী ফার্মগেট ঢাকা।
*ঢাকায় ইউনানী মেডিকেল কলেজ হাসপাতাল শ্যামলী ঢাকা।
*ঢাকা ইউনানী মেডিকেল কলেজ মিরপুর ঢাকা।
*ন্যাশনাল ইউনানী মেডিকেল কলেজ মিরপুর ঢাকা।
অনলাইনের মাধ্যমে পাবেনঃ
*দারাজ।
*ই অরেঞ্জ।
*রকমারি।
এগুলো দোকান থেকে আপনি জোকের তেলের দাম জানতে পারবেন। এছাড়াও দর দাম করে ক্রয় করতে পারবেন।
জোকের তেল কোথায় পাওয়া যায়
বিশেষ করে যারা যৌন সমস্যায় ভুগতেছেন অথবা পুরুষাঙ্গের কোনো সমস্যা রয়েছে তাদের জন্য জোকের তেল অনেক প্রয়োজন। সাধারণত ইউনানী ওষুধের দোকানগুলোতে জোকের তেল পাওয়া যায়। জোকের তেল পাওয়ার জন্য নিম্নলিখিত দোকানগুলোতে খোঁজ করতে পারেন।
আর ও পড়ুনঃ পেঁয়াজের রস চুলে লাগালে কি হয়
সবচাইতে কম দামে এবং বিশ্বস্ততার সাথে ভালো জোকের তেল পেতে গাজী ভাই ডটকম থেকে জোকের তেল ক্রয় করতে পারেন। সরাসরি ফোন করুন ০১৭৫১৩৫৮৫২৫ এই নাম্বারে আপনি অর্ডার করলে তারা হোম ডেলিভারি দেয়।
*নিউ এশিয়া ফার্মেসী ধানমন্ডি ঢাকা।
*এমকে ফার্মেসী নিউমার্কেট ঢাকা।
*হক ফার্মেসি ফার্মগেট ঢাকা।
*ঢাকা ইউনানী মেডিকেল কলেজ হাসপাতাল শ্যামলী ঢাকা।
*ঢাকা ইউনানী মেডিকেল কলেজ মিরপুর ঢাকা।
*ন্যাশনাল ইউনানী মেডিকেল কলেজ মিরপুর ঢাকা।
এছাড়া অনলাইনের মাধ্যমে পাবেনঃ
*দারাজ।
*ই অরেঞ্জ।
*রকমারি।
এছাড়াও জেলা সদরে ইউনানী ওষুধের দোকানে বিশুদ্ধ জোকের তেল পাবেন। জোকের তেল প্রয়োজন হলে এগুলো জায়গায় খোঁজ করে নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন।
জোকের তেল চেনার উপায়
আজকের আর্টিকেল পুরুষাঙ্গে জোকের তেল ব্যবহারের নিয়ম। জোকের তেল ক্রয় করতে অরিজিনাল অথবা ভেজাল এর মধ্যে অনেক সমস্যা হয়। যার কারণে অরিজিনাল জোকের তেল কেনা প্রয়োজন। অরিজিনাল জোঁকের তেল চেনার জন্য কিছু নিয়ম-কানুন রয়েছে যা জানা প্রয়োজন। আসুন অরিজিনাল জোকের তেল এর লক্ষণ গুলো জেনে নিন।
গন্ধঃ অরিজিনাল জোঁকের তেল অন্যান্য তেলের চাইতে একটু আলাদা এবং তীক্ষ্ণ গন্ধ বিশিষ্ট হয়।
রংঃ অরিজিনাল জোকের তেল সাধারণত দেখতে অনেক স্বচ্ছ হয়। পেলে কোন ময়লা বা অসচ্ছ হয় না।
ব্র্যান্ড ও প্যাকেজিংঃ অরিজিনাল তেলের প্যাকেজিং অনেক ভালো হয় এবং স্পষ্টভাবে সেখানে তেলের নাম লেখা থাকে। নকল তেলের ক্ষেত্রে লেখাগুলো স্পষ্ট হয়।
ট্রেক্সাচারঃ অরিজিনাল তেল খুব পাতলা বা অনেক কারো এরকম হয়না। সাধারণত অরিজিনাল জোকের তেল মাঝারি ধরনের ঘনত্ব বিশিষ্ট হয়।
দামঃ সাধারণত অরিজিনাল তেলের দাম একটু বেশি হয়। ফুটপাতে অনেক কম দামে জোকের তেল পাওয়া যায়। তেলের বিশ্বস্ততা নাই এবং ভেজালের পরিমাণ বেশি হয়।
বিশ্বাসযোগ্য বিক্রেতার কাছ থেকে ক্রয়ঃ সাধারণত ক্রয় করার সময় বিশ্বস্ত দোকান থেকে ক্রয় করলে ভালো তেল পাওয়া যায়।
ল্যাব টেস্টঃ যদি সম্ভব হয় তাহলে জোকের তেল গুলো ল্যাব টেস্টের মাধ্যমে অরিজিনাল কি না তা জানতে পারেন।
বারকোড বা কিউ আর কোডঃ জোকের তেল ক্রয় করার সময় প্যাকেটে দেখবেন বারকোড বা কিউআর কোড রয়েছে। এগুলো স্ক্যান করে অরিজিনাল কিনা যাচাই করতে পারেন। নিয়ম অনুসরণের মাধ্যমে অরিজিনাল জোকের তেল তেল ক্রয় করতে পারেন।
জোকের তেল উপকারিতা
আয়ুর্বেদ চিকিৎসকগণ প্রায় পাঁচশত বছর পূর্ব থেকে জোকের তেল ব্যবহার করে আসছেন। সাধারণত আয়ুর্বেদ মতে জোকের তেল ব্যবহার করা হয়। আধুনিক চিকিৎসাশাস্ত্রে জোকের তেল ব্যবহার করে চিকিৎসার কোন তথ্য নাই।
তবে সাধারণ মানুষের মধ্যে জোকের তেলের দ্বারা চিকিৎসা আগ্রহ রয়েছে। জোঁকের তেল দিয়ে অনেক ভালো চিকিৎসা হয় বলে আয়ুর্বেদ ডাক্তারগণ মনে করেন। জোকের তেলের উপকারিতা বর্ণনা করা হলো।
*জোকের তেল ব্যবহারের মাধ্যমে পেট থেকে দূষিত টক্সিন বাহির হয়ে যায়। যার কারণে শরীর টক্সিন মুক্ত থাকে।
*পুরুষের যৌন সমস্যা বা পুরুষাঙ্গ উত্থানজনিত সমস্যা থাকলে তা চিকিৎসায় জোকের তেল ব্যবহার হয়।
*যাদের পুরুষাঙ্গ বাঁকা ছোট সমস্যা থাকলে জোঁকের তেল ব্যবহারের মাধ্যমে সেগুলো ভালো হয়।
*যাদের বাত ব্যথার সমস্যা রয়েছে এবং জয়েন্ট এর ব্যথার সমস্যা আছে জোকের তেল ব্যবহার করলে এগুলো ব্যথা দূর হয়।
*যাদের মাথার চুল পড়ে যাওয়ার সমস্যা হয় জোকের তেল ব্যবহারের মাধ্যমে মাথার চুল পড়া ভালো হয়
লেখক এর মন্তব্য
প্রিয় পাঠক বৃন্দ পুরুষাঙ্গে জোকের তেল ব্যবহারের নিয়ম বিষয়ে আজকের আর্টিকেল লেখা হয়েছে। ইউনানী ও আয়ুর্বেদ মতে ৫০০ বছর পূর্ব থেকে জোঁকের তেলের চিকিৎসা হয়ে আসতেছে। ইউনানী ও আয়ুর্বেদ ডাক্তারগণের মতে জোঁকের তেলের মাধ্যমে চিকিৎসা অনেক ভালো।
এই তেলের মাধ্যমে চিকিৎসায় খুব তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায়। জোঁকের তেল সম্পর্কে জানতে আজকের আর্টিকেল ভিজিট করুন। আশা করি আজকের আর্টিকেল ভালো লাগবে এবং উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের মাঝে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url