সরিষার তেল নাভিতে দিলে কি হয়

সুপ্রিয় পাঠকগণ সরিষার তেল নাভিতে দিলে কি হয় এ বিষয়ে আজকের আর্টিকেল লেখা শুরু করলাম। এছাড়াও আরো আলোচনা করা হবে নাভিতে তেল ব্যবহারের উপকারিতা। মধু নাভিতে দিলে কি হয়। নারিকেল তেল নাভিতে দিলে কি হয়। নাভির আকৃতি বলে দেবে আপনার চরিত্র।
এগুলো বিষয় বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে আলোচনা করা হবে। এগুলো বিষয়ে জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।

ভূমিকা

নাভি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। নাভির সঙ্গে শরীরের বিভিন্ন নার্ভের সংযোগ রয়েছে। যার কারণে শরীরের স্বাস্থ্য ভালো রাখতে হলে নাভি পরিষ্কার রাখার প্রয়োজন। এছাড়াও গর্ভবতী মহিলাদের নাভির সঙ্গে পেটে গর্ভস্থ শিশুর সংযোগ রয়েছে। নাভিতে তেল দেওয়ার ফলে শরীরের বিভিন্ন উপকারিতা গুলো পাওয়া যায়।
এছাড়াও নাভি পরিস্কার না করলে নাভিতে ময়লা পড়ে আস্তর তৈরি করে। আজকের বিষয় সরিষার তেল নাভিতে দিলে কি হয়। আসুন আমরা নিয়মিত নাভিতে তেল দেওয়ার ফলে নাভি পরিষ্কার রাখি এবং শরীরের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা গুলো গ্রহণ করি।

নাভিতে তেল ব্যাবহারের উপকারিতা

নাভিতে তেল ব্যবহারের ফলে শরীরের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। এক্ষেত্রে নাভিতে সরিষার তেল নারিকেলের তেল বা অলিভ অয়েল ব্যবহার করা যায়। আজকের বিষয় সরিষার তেল নাভিতে দিলে কি হয়। নাভিতে তেল দেওয়ার উপকারিতা গুলো আলোচনা করা হলো।

ত্বক নমনীয় করেঃ নাভিতে তেল দেওয়ার ফলে ত্বক নমনীয় হয়ে যায়। তেলে ফ্যাটিএসিড আছে যার নাভিতে ব্যবহারের ফলে তেলের ফ্যাটি এসিডের কারণে ত্বক তেলতেলে নরম মোলায়েম হয়। এছাড়াও ত্বকের কোন সমস্যা থাকে না।

ময়লা পরিষ্কার করেঃ নাভি পরিষ্কার না করার কারণে পর্যাপ্ত ময়লা নাভিতে থাকে। যেগুলো ময়লা নাভিতে স্তর পড়ে যায়। কারণে নাভিতে ব্যাকটেরিয়ার সহ বিভিন্ন অপ্রদ্রব্য আশ্রয় নেয়।  এজন্যে নাভির গন্ধ হয়। নিয়মিত নাভিতে তেল দেওয়ার ফলের নাভি পরিষ্কার হয়। নাভিতে থাকা ব্যাকটেরিয়া গুলো মারা যায় এবং নাভি থেকে গন্ধ দূর হয়ে যায়।

নাভির ইনফেকশন দূর করেঃ নিয়মিত নাভিতে তেল ব্যবহার করার ফলে নাভির ইনফেকশন দূর হয়। এছাড়াও তেলের সঙ্গে আদার রস মিশ্রিত করে নাভিতে ব্যবহার করলে নাভিতে থাকা ব্যাকটেরিয়া মারা যায়। আদাতে যেহেতু এন্টিফাঙ্গাল ও এন্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। যা নাভিকে বিভিন্ন জীবাণু থেকে রক্ষা করে।

পেটের স্বাস্থ্য ভালো রাখেঃ নিয়মিত নাভিতে তেল দেওয়ার ফলে হজম প্রক্রিয়ার ত্বরান্বিত হয়। যার কারণে পেটের স্বাস্থ্য ভালো থাকে। পুদিনা পাতার রস আদার রস ও সঙ্গে তেল মিশ্রিত করে নাভিতে ব্যবহার করলে পেটে ব্যথা দূর হয়। এছাড়া বদ হজম ও গ্যাস্ট্রিকের মত সমস্যা থাকে না।

মাসিকের সময় পেট ব্যথা কমায়ঃ নিয়মিত নাভিতে তেল দেওয়ার ফলে মাসিকের সময় পেটের ব্যথা কমায়। ভালো ফল পেতে পুদিনার পাতার রস আদার রস ও তেল একসঙ্গে মিশ্রিত করে নাভিতে ব্যবহার করতে পারেন।

তাহলে মাসিকজনিত পেটের ব্যথা দূর হয়ে যাবে। এছাড়া তুলো নিয়ে বল তৈরি করে নিন। এই বল তেলে ডুবিয়ে নাভির উপর রেখে দিন মাসিক জনিত পেটের ব্যাথা হলে সঙ্গে সঙ্গে কমা শুরু হয়ে যাবে।

গর্ভবতী মায়েদের উপকারঃ গর্ভবতী মায়েদের নাভিতে এসেনশিয়াল ওয়েল ব্যবহার করলে গর্ভবতী মায়েদের শরীর অনেক ভালো থাকে। এছাড়াও মহিলা ও পুরুষ ব্যবহারের ফলে তাদের প্রজননতন্ত্র স্বাস্থ্যবান হয়। এছাড়াও পুরুষদের স্পার্ম সংখ্যা বৃদ্ধি হয়।

ঠোঁট ফাটা দূর হয়ঃ নিয়মিত নাভিতে তেল ব্যবহারের ফলে ঠোঁট ফাটা বন্ধ হয়। এছাড়া ঠোট নরম,মশৃন, ও গোলাপি রং ধারন করে।

গিরায় ব্যথা ভালো হয়ঃ নিয়মিত নাভিতে তেল ব্যবহারের ফলে হাড়ের জোড়ায় অথবা গিরায় ব্যথা থাকলে তা ভালো হয়। এছাড়াও হাড় ও পেসি মজবুত থাকে।

গোপন দূর্গলতা ভালো হয়ঃ নিয়মিত নাভিতে তেল ব্যবহার করার ফলে গোপন দুর্বলতা দূর হয়। এছাড়াও পুরুষদের ফার্টিলিটি বৃদ্ধি হয়।

হাঁটু ব্যথাঃ অনেকেই হাঁটু ব্যথাতে ভোগেন। এই সমস্যাটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি হয়। নিয়মিত নাভিতে ক্যাস্টর অয়েল ব্যবহারের ফলে হাঁটু ব্যথা নিরাময় হয়।

ঠান্ডা জনিত সমস্যাঃ যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে নাভিতে তেল ব্যবহারের ফলে সেই সমস্যা দূর হয়ে যায়। এক্ষেত্রে একটি তুলার বল তৈরি করে তেলের মধ্যে দিয়ে সেটি নাভিতে রেখে দিন। তাহলে ঠান্ডা জনিত সকল সমস্যা দূর হয়ে যাবে।

এজন্য আসুন আমরা নাভিতে তেল দেওয়ার ফলে বিভিন্ন সমস্যা থেকে বাঁচার চেষ্টা করি। ছাড়াও অনেক স্বাস্থ্য উপকারিতা আছে তা গ্রহণ করার চেষ্টা করি।

সরিষার তেল নাভিতে দিলে কি হয়

নাভি মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ রাখার জন্য নাভির যত্ন নেওয়া প্রয়োজন। মানুষের শরীরের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দূর করতে পারে নাভি। শরীরের একাধিক শিরা ও উপশিরা নাভির সঙ্গে সংযুক্ত। নিয়মিত নাভিতে সরিষার তেল দিলে কি হয় এ বিষয়ে জানা প্রয়োজন। নিয়মিত নাভিতে সরিষার তেল দিলে যে উপকারিতা পাওয়া যায় আলোচনা করা হলো।
*দীর্ঘদিন নাভিতে ময়ল পরিষ্কার না করলে ময়লা জমে আস্তরণ তৈরি হয়। যার কারণে শরীরে অনেক ক্ষতিকর অবস্থা তৈরি হয়। নিয়মিত নাভিতে সরিষার তেল দেওয়ার ফলে নাভির ময়লা দূর হয়। পেটের বিভিন্ন সমস্যা দূর হয়।
*নিয়মিত নাভিতে তেল মালিশ করলে রক্ত পরিশুদ্ধ হয়। শরীর থেকে টক্সিন ও বিভিন্ন অপদ্রব্য দূর হয় এবং ত্বকের কালো দাগ দূর হয়।
*নিয়মিত নাভিতে সরিষার তেল দিলে নাভি পরিষ্কার হয় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার শরীর থেকে অপসারিত হয়।
*নিয়মিত পেটের নাভিতে সরিষার তেল দিলে পেট ফোলা বমি বমি ভাব এর মত সমস্যা দূর হয়। এছাড়া আদা ও সরিষার তেল একসঙ্গে মিশ্রিত করে নাভিতে দিলে পেটের অস্বস্তি ও বদহজমের মতো সমস্যা দূর হয়।
*প্রতিদিন নাভিতে সরিষার তেল দিলে মাসিকের যন্ত্রণা ও অস্বস্তি থেকে রক্ষা হয়। নাভিতে তেল দিলে জরায়ুর চারপাশের শিরা গুলো স্বাস্থ্যকর হয় এবং ব্যথা দূর হয়। ঋতুস্রাবের বিভিন্ন সমস্যা দূর হয়।
*মা ও শিশুর মধ্যেকার সংযোগস্থল হল নাভি। নিয়মিত নাভিতে সরিষার তেল ব্যবহার করলে নারী ও পুরুষ উভয়ের ফার্টিলিটি বৃদ্ধি হয়।
*নিয়মিত নাভিতে সরিষার তেল দিলে জয়েন্টের ব্যথা কমে। এছাড়া জয়েন্টের প্রদাহ কমে।
*নিয়মিত নাভিতে সরিষার তেল মালিশ করলে চোখের সমস্যা দূর হয় এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি হয়। এছাড়াও চোখ ফোলা ও ডার্ক সার্কেল দূর করে। আসুন নিয়মিত নাভিতে সরিষার তেল ব্যবহার করে এগুলো স্বাস্থ্য উপকারিতা গুলো গ্রহণ করা প্রয়োজন।

মধু নাভিতে দিলে কি হয় 

আমাদের শরীরের অবকাঠামো মজবুত এর সঙ্গে সঙ্গে রূপচর্চায় মধু অত্যন্ত ভালো ভূমিকা রাখে। মধু অত্যধিক পুষ্টিকর খাবার। এছাড়াও মধু ত্বক ও চুলের জন্য অত্যাধিক উপকারী। আজকের বিষয় সরিষার তেল নাভিতে দিলে কি হয়। নিয়মিত নাভিতে মধু ব্যবহার করার ফলে যে উপকারিতা হয় তা আলোচনা করা হলো।

ত্বক স্বাস্থ্যবান থাকেঃ বহু চেষ্টা করার পরেও ত্বক শুষ্ক এবং খসখসে হচ্ছে। ত্বক মোলায়েম ও স্বাস্থ্যজ্জ্বল করা যাচ্ছে না। নিয়মিত নাভিতে কয়েক ফোঁটা মধু ব্যবহার করুন। উপকারিতা গুলো দেখলে চমকে যাবেন। মধু ব্যবহারের ফলে ত্বক নরম ও স্বাস্থ্যজ্জ্বল হবে।

ব্রণ দূর করেঃ দেখা যাচ্ছে অনেক ওষুধ ব্যবহারের ফলেও আপনার মুখের ত্বক থেকে ব্রনের সমস্যা দূর হচ্ছে না। এক্ষেত্রে নিয়মিত কয়েক ফোটা মধুর নাভিতে ব্যবহার করুন। দেখবেন ধীরে ধীরে ব্রনের সমস্যা দূর হয়ে যাচ্ছে। ছাড়াও মুখমণ্ডল থেকে ডার্ক সার্কেল দূর হয়ে যায়।

নাভির সংক্রমণ দূর হয়ঃ নিয়মিত নাভিতে কয়েক ফোঁটা করে মধু ব্যবহারের করার ফলে নাভিতে কোন সংক্রমণ সমস্যা হয় না। এছাড়াও মধুর সঙ্গে আদার রস মিশিয়ে নাভিতে ব্যবহার করতে পারেন। যেহেতু আদায় এন্টিফাঙ্গাল ও এন্টি ব্যাকটেরিয়াল গুন রয়েছে।যার কারণে নাভিতে কোন সংক্রামণের জীবাণু থাকতে পারে না। এছাড়াও আদা ও মধুর রস ব্যবহারের ফলে নাভি পরিষ্কার থাকে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় না।

পরিপাকতন্ত্র উন্নত হয়ঃ আদার রস ও মধু মিশ্রিত করে নাভিতে ব্যবহার করলে পরিপাকতন্ত্র উন্নত হয়। পেটে হজম প্রক্রিয়া বৃদ্ধি হয়। গ্যাস্ট্রিক ও বদ হজমের মতো সমস্যা থাকে না। পরিপাকতন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি হয় ও অপকারী ব্যাকটেরিয়া অপসারণ হয়। যার কারণে পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে।

কোষ্ঠকাঠিন্যতা দূর হয়ঃ নিয়মিত ঘুমানোর আগে নাভিতে মধু ব্যবহার করলে কোষ্ঠকাঠিন্যতার সমস্যা থাকে না। এছাড়াও মধুর সঙ্গে দুধের মিশ্রণ করে নাভিতে ব্যবহার করুন। দুধ ও মধুর মিশ্রণ নাভিতে দেওয়ার ফলে হজম সমস্যা বৃদ্ধি হয় এবং পরিপাকতন্ত্রের উপাদান গুলো স্বাস্থ্যজ্জ্বল হয়। কোষ্ঠকাঠিন্যতার মত কোন সমস্যা থাকে না।

এজন্য আসুন আমরা মধু ও আদার রস মিশ্রণ করে অথবা দুধ ও মধু মিশ্রণ করে নিয়মিত নাভিতে ব্যবহার করি।

নারিকেল তেল নাভিতে দিলে কি হয়

নিয়মিত নাভিতে নারিকেল তেল দিলে শরীরের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী নিয়মিত নাভিতে নারিকেলের তেল দিলে শরীরের বিভিন্ন ক্ষতিকর সমস্যা দূর হয়। নাভিতে নারিকেল দেওয়ার উপকারিতা বর্ণনা করা হলো।
*বিশেষজ্ঞগণ বলেছেন নিয়মিত নাভিতের নারিকেলের তেল ব্যবহার করলে মানসিক চাপ ও দুশ্চিন্তা হতে মুক্ত হওয়া যায়।
*নিয়মিত নাভিতে নারিকেলের তেল ব্যবহার করলে ত্বকের সমস্যার ডিহাইড্রেশন বলিলেখা বয়সের ছাপ ইত্যাদি থেকে বাঁচা যায়। এছাড়াও নাভি পরিষ্কার হয় এবং জমে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস হয়।
*নিয়মিত নাভিতে নারিকেলের তেল ব্যবহারের ফলে শরীরের প্রদাহ, শরীর ফুলা ইত্যাদি কমে। এছাড়াও নাভির দুর্গন্ধ দূর হয় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
*নিয়মিত নাভিতে নারিকেল তেল ব্যবহারের ফলে হজম সমস্যা দূর হয়। ডায়রিয়া ও বদ হজম সমস্যা থাকে না।
*নিয়মিত নাভিতে নারিকেল তেল ব্যবহারের ফলে মাসিকের সময় পেটে প্রচন্ড ব্যথা দূর হয়।
*নিয়মিত নাভিতে নারিকেল তেল ব্যবহারের ফলে ব্রণ ও ফুসকুড়ির মত সমস্যা থাকে না। এছাড়াও প্রজনন শক্তি বৃদ্ধি করে।
*বিশেষঙ্গগন বলেছেন নাভির শরীরের একটি উল্লেখযোগ্য অংশ। এইজন্য নাভিকে সব সময় পরিষ্কার রাখতে হবে। এছাড়াও নাভি পরিষ্কারের মাধ্যমে শরীরের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা বৃদ্ধি হবে। আজকের বিষয় সরিষার তেল নাভিতে দিলে কি হয়।

নাভির আকৃতি বলে দেবে আপনার চরিত্র

জ্যোতির্বিদদের মতে নাভির অবস্থা তার চারিত্রিক অবস্থাটা বলে দিবে। কি ধরনের নাভি হলে কি মন-মানসিকতার ব্যক্তি তার নাভি দেখে বলা যাবে। আজকের বিষয় সরিষার তেল নাভিতে দিলে কি হয়। বিভিন্ন রকম নাভি র ব্যাপারে বর্ণনা।

গভীর ও বড় আকৃতি নাভিঃ যে সকল ব্যক্তিদের নাভি গভীর ও বড় হয় সে সকল লোকগণ অতি উদার মনের হন। আর তাদের উদারতার পরিমাণ এতই বেশি যে উদারতার কারণে নিজের সাংসারিক ক্ষতি পর্যন্ত করে ফেলেন।

এছাড়াও সেগুলো ব্যক্তি নিজের উদারতা দেখাতে যে নিজের বিপদের কথা বলতে পারেন না। কোন ব্যক্তি গুলোর সব সময় পরোপকার নিয়ে ব্যস্ত থাকেন। দুঃখের কথা কাউকে বলেন না।

অগভীর ও ছোট আকৃতির নাভিঃ এই সকল ব্যক্তিগণ শারীরিক পরিশ্রম করতে অনীহা প্রকাশ করেন। সবসময় আরাম-আয়েশে বসে থাকার মানসিকতা পোষণ করেন। তবে এই সকল লোক গুলো অত্যাধিক চালাক ও চতুর হয়। পরিশ্রম কম করেও অত্যাধিক চালাক ও চতুর হওয়ার কারণে সবার সামনে এগিয়ে যান। এছাড়াও এগুলো লোক চতুর হওয়ার কারনে খুব তাড়াতাড়ি সফলতা পান।

ডিম্বাকৃতি নাভিঃ যেগুলো ব্যক্তির নাভি ডিম্বাকৃতি সেগুলো ব্যক্তি সাধারণত সংবেদনশীল। অত্যাধিক সংবেদনশীল হওয়ার কারণে সাধারণ কাজ গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রদান করেন। আর এই জন্য সাধারণ কাজ গুলোর জন্য অত্যাধিক চিন্তায় মগ্ন থাকেন। এগুলো ব্যক্তি যে কোন কাজের ব্যাপারে তৎপরার চাইতে চিন্তা বেশি করেন।

চওড়া নাভিঃ যে সকল ব্যক্তিদের চওড়া নাভি তাহারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলেন। অত্যাধিক বিশ্বাস করার কারণে মাঝে মাঝে মানুষের অত্যাধিক আঘাত পেয়ে থাকেন। অতিরিক্ত বিশ্বাসের কারণে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তবে সবচাইতে ভালো দিক হলো এগুলো ব্যক্তি অনেক লোকদেরকে মানিয়ে চলতে পারেন।

লেখক এর মন্তব্য

সরিষার তেল নাভিতে দিলে কি হয় এ বিষয়ে আজকের আর্টিকেল লেখা শুরু হয়েছে। এছাড়াও নাভিতে তেল ব্যবহারের উপকারিতা বিষয়ে আলোচনা করা হয়েছে। নাভিতে তেল দেওয়ার ফলে শরীরে যে স্বাস্থ্য উপকারিতা গুলো হয়।

সেগুলো আজকের আর্টিকেলে ভালোভাবে তুলে ধরা হয়েছে। এগুলো জানতে আমাদের আজকের আর্টিকেলটি ভিজিট করুন। আশা করি আপনারা উপকৃত হবেন। বন্ধুদের মাঝে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url