১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

সুপ্রিয় পাঠকগন আজকে ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত বিষয় লিখতে বসলাম। এছাড়াও আরো আছে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প প্রকল্প। গ্রামীণ শক্তি সৌর বিদ্যুৎ। সোলার প্যানেল কোনটি ভালো এবং কোন সোলার প্যানেলের দাম কেমন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
তাই আসুন সোলার প্যানেল এর যাবতীয় তথ্য জানার জন্য এই কনটেন্টটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।

ভূমিকা

বর্তমান একদিকে প্রখর তাপমাত্রা ও অত্যন্ত বেশি গরম পড়েছে। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। যার কারণে প্রতিটা বাড়িতে সোলার প্যানেল স্থাপন করা খুব দরকার। এরপরেও সোলার প্যানেল স্থাপন করলে বাড়তি কিছু সুবিধা পাওয়া যায়।


সোলার প্যানেলগুলো একবারে দাম দিয়ে কিনতে হয়। পরবর্তীতে বিদ্যুৎ ব্যবহারের জন্য আর কোন বিল দিতে হয় না। এক্ষেত্রে একবার প্যানেল সহ সৌর বিদ্যুৎ ক্রয় করলে যে খরচ হয় এক থেকে দেড় বছরের বিদ্যুৎ বিল না হওয়ার কারণে উক্ত টাকা উঠে আসে।

বাকি সময় বিনা খরচে বিদ্যুৎ পাওয়া যায়। তাই আসুন বিদ্যুতের লোডশেডিং থেকে বাঁচতে ঘরে ঘরে সৌর বিদ্যুৎ স্থাপন করি। আজকের বিষয় ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত।

১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

সুপ্রিয় পাঠকগন আপনারা হয়ত জানতে চাচ্ছেন আজকের বিষয় ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত। বর্তমান দেশের আবহাওয়া ও বিদ্যুতের লোডশেডিং এর কারণে সোলার ব্যবহার করা আমাদের জন্য অত্যন্ত জরুরী হয়ে গিয়েছে। একদিকে সোলার থেকে সূর্যালোকের মাধ্যমে বিদ্যুৎ পেয়ে থাকি।

অপরদিকে একবার কিনলে আর মাসিক কোন চার্জ দিতে হয় না। ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম সাধারণত কোম্পানি অনুযায়ী বিভিন্ন হতে পারে। বাজারে ভালো মানের সোলার বলতে সাধারণত বোঝা যায় মনোক্রিস্টালাইন সোলার প্যানেল।

সাধারণত সোলার প্যানেলগুলো এক ওয়াটের দাম হিসেব করে দাম করা হয়। সাধারণত বাজারে কোম্পানি ভেদে 45 থেকে 60 টাকা পর্যন্ত প্রতি ওয়াট সোলার প্যানেল বিক্রি হয়। ৪৫ টাকা দরে সোলার প্যানেল ক্রয় করলে এক হাজার ওয়াটের প্যানেলের দাম পড়বে ৪৫ হাজার টাকা।

অপরদিকে প্রতি ওয়াট৬০ টাকা হিসেবে সোলার প্যানেল কিনলে ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম পড়বে ৬০,০০০ হাজার টাকা। এছাড়াও আরো ভালো সোলার আছে। সাধারণত বাণিজ্যিক সোলার প্যানেলগুলোর দাম একটু বেশি।

বাণিজ্যিক সোলার প্যানেলগুলো প্রতি ওয়াট এর দাম পড়বে ১০০ টাকা। এই হিসেবে ১০০০ ওয়াট বাণিজ্যিক সোলার প্যানেল এর দাম পড়বে এক লক্ষ টাকা। আমরা যে সোলার প্যানেল এর দাম হিসাব করলাম সেটি হল ১২ ভোল্ট সোলার প্যানেল।

এরপরেও সোলার প্যানেলগুলো ক্রয় করতে গেলে একটু দামদর করে কিনলে ভালো হয়। তাই আসুন ১০০০ ওয়াটের সোলার প্যানেল বাসায় লাগাতে পারলে বাসার চারপাচ টি বাল্ব ও দু তিনটি ফ্যান অনায়াসে চালান যাবে।

সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প প্রকল্প 

সেচ মৌসুমে গ্ৰীডের ওপর বিদ্যুতের চাপ কমানোর জন্য পাঁচ বছর আগে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ শীর্ষ একটি প্রকল্প হাতে নিয়েছিল বিদ্যুৎ বিভাগ। প্রকল্প বাস্তবায়নের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কে। এ প্রকল্পের অনুদান দিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংক।

প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছে ৪০৭ কোটি ২০ লাখ টাকা। এরপরে প্রকল্পটির প্রথম সংশোধনী ব্যয় কমিয়ে ৩৯৩ কোটি ৭৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সম্প্রীতি পুনরায় দ্বিতীয় সংশোধনী ব্যয় ২০০ কোটি ৭৭ লক্ষ টাকা বাড়িয়ে ৫৯৪ কোটি ৫২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ প্রকল্পটির উদ্দেশ্য গ্রিটের উপর বিদ্যুতের চাপ কমানো ও পরিবেশ দূষণ থেকে বাঁচা। দেশের ৮টি বিভাগের ২২ টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পটির বাস্তবায়ন সময় ধরা হয়েছিল ২০১৮ সালের জুলাই থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত।

দ্বিতীয় সংশোধনী প্রকল্প বাস্তবায়নে পুনরায় মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রকল্প এলাকায় পাঁচ ক্যাটাগরিগরির মোট ২০০০ টি সেচ পাম্প স্থাপন করা হবে।

এর মধ্যে ২.২ কিলোওয়াট এর ৫০০ টি, ৪.০ কিলোওয়াট এর ৫৩০টি, ৫.৫ কিলোওয়াট এর ৫০০ টি, ৭.৫ কিলোওয়াট এর ৩২০ টি, এবং ১১.০ কিলোওয়াট এর১৫০ টি, সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন করা হবে।

গ্রামীণ শক্তি সৌর বিদ্যুৎ

আজকের বিষয় ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত। গ্রামীণ শক্তি সৌর বিদ্যুৎ কোম্পানি দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসতেছে। ডক্টর ইউনুস এর পরিচালিত কোম্পানি গ্রামীণ শক্তি সৌর বিদ্যুৎ। সাধারণত বাসা বাড়িতে লোডশেডিং এর কারণে অনেক সমস্যা তৈরি হয়। লোডশেডিং এর বিকল্প হিসেবে সৌর বিদ্যু ৎ প্রয়োজন।


আর এই প্রয়োজন মেটাতে গ্রামীণ শক্তি সৌর বিদ্যুৎ কোম্পানি সেবা দিয়ে আসতেছে। আপনি উক্ত কোম্পানিতে সোলার প্যানেল কিনতে পারবেন। এছাড়াও বিভিন্ন দোকান থেকে গ্রামীণ শক্তি সোলার ক্রয় করতে পারবেন। গ্রামীণ শক্তি সোলারের বর্তমান মূল্য প্রতি ওয়াট ৫০ টাকা।

এ মূল্য অনেক কম ছিল যা বর্তমানে বেড়ে গিয়েছে। আপনি যদি ১০৮ ওয়াটের গ্রামীণ শক্তি সৌর প্যানেল লাগাতে চান তাহলে আপনার মোটামুটি খরচ 5000 টাকার মধ্যে পড়বে। দীর্ঘ 23 বছর ধরে গ্রামীণ শক্তি সোলার বাংলাদেশে সেবা দিয়ে আসতেছে। প্রতিটি জেলা শহর ও উপজেলা সদরে গ্রামীণ শক্তি সোলার এর অফিস রয়েছে। 

গ্রামীণ শক্তি সোলারের পাশাপাশি সোলার সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকেই পাবেন। তাই লোডশীডিং এর কবল থেকে রক্ষা পেতে গ্রামীণ শক্তি সোলার প্যানেল ক্রয় করি। বিদ্যুৎ বিভ্রাট ও বিদ্যুৎ বিল থেকে বাঁচার চেষ্টা করি। সোলার প্যানেল ক্রয় করতে উপজেলা সদরে গ্রামীণ শক্তি সৌর বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে।

বাংলাদেশের সৌর বিদ্যুৎ প্রকল্প

ক্র. নং

        প্রকল্পের নাম

    অবস্থান

                    স্পন্সর

ক্ষমতা

মেগাওয়াট

  ০১

200MW (AC) Solar Park

টেকনাফ, কক্সবাজার

SunEdison Energy Holding (Singapore) Pvt Ltd

২০০ 

  ০২

50 MW (AC) Solar Park

সুতিয়াখালি,

ময়মনসিহ

HETAT-DITROLIC-IFDC Solar

৫০

  ০৩

32 MW (AC) Solar Park.

ধর্মপাশা, সুনামগঞ্জ

EDISUN- Power Point & Haor Bangla-Korea Green Energy Ltd

৩২

  ০৪

30MW (AC) Solar Park.

গংগাচড়া, রংপুর

Intraco CNG Ltd &Juli New Energy Co. Ltd

৩০

  ০৫

20MW (AC) Solar Park.

কক্সবাজার

Joules Power Limited (JPL)

২০

  ০৬

200 MW (AC) Solar Park

গাইবান্ধা

Beximco Power Co. Ltd. & TBEA XinJiang SunOasis Co. [[[৷ তিস্তা সোলার লিমিটেড ]]]

২০০

  ০৭

10 MWp Grid-Tied Solar Power Project

গোয়াইনঘাট, সিলেট

Eiki Shoji Co Ltd, Japan & Sun Solar Power Plant Ltd

  ০৮

0MW (AC) Solar Park

মৌলভীবাজার

Symbior Solar Siam & Holland Construction

১০

  ০৯

30 MW (AC) Solar Park

পঞ্চগড়

Beximco Power Company Ltd  & Jiangsu Zhongtian Technology Co Ltd., China

৩০

  ১০

5 MW (AC) Solar Park

পাটগ্রাম

লালমনিরহাট

Green Housing & Energy Ltd

  ১১

10 MW (AC) Solar Park.

গোয়াইনঘাট

সিলেট

Golden Harvest and DREPL Consortium

১০

  ১২

100 MW  (AC) Solar Park.

বাড়াদি, নারায়ণগঞ্জ

Blue Mountain Ltd

১০০

  ১৩

100 MW (AC) Solar Park.

বাগেরহাট

Energon Technologies FZE, UAE & China Sunergy Co.Ltd (CSUN)

১০০

  ১৪

35 MW (AC) Solar Park.

মানিকগঞ্জ

Consortium of Spectra Engineers Limited & Shunfeng Investment Limited

৩৫

  ১৫

70 MW (AC) Solar Park

পঞ্চগড়

BGB Power Company Limited

৭০

  ১৬

50 MW (AC) Solar Park.

ভোলা

Greenswitch Elcon Bangladesh Limited

৫০

  ১৭

60 MW (AC) Solar Park.

পোড়াবাড়ী, টাঙ্গাইল

Consortium of Hanwha 63 City Co. Ltd.,BJ Power Company Limited & Solar City Bangladesh Ltd.

৬০

  ১৮

100 MW (AC) Solar Park.

তিস্তা ব্যারেজ

লালমনিরহাট

Zhejiang DunAn New Energy Co., Ltd, China National Machinery I

mport & Export Corporation, Solar Tech Power Limited, & Amity Solar Limited

১০০

  ১৯

1 MW (AC) Solar Park

পঞ্চগড়

JV of Paragon Poultry Ltd. & Parasol Energy Ltd.and Symbior Solar Siam Ltd বা তেঁতুলিয়া সৌরবিদ্যুৎ কেন্দ্র

১১

সোলার প্যানেল কোনটা ভালো

প্রিয় পাঠক হয়তো আপনারা জানতে চাচ্ছেন কোন সোলার প্যানেল ভালো। কোন প্যানেল ভালো তা জানার আগে আমরা একটু দাম জেনে আসি কোন সোলার প্যানেলের দাম কত। সাধারণত রহিম আফরোজ সোলার প্যানেলের দাম প্রতি ওয়াট ৫৫ থেকে ৬০ টাকা।


১০০ ওয়ার্ড রহিম আফরোজ সোলার প্যানেল এর দাম ৫ হাজার৫ শত টাকা থেকে ৬ হাজার টাকা। বাংলাদেশের আরেকটি জনপ্রিয় সোলার হলো গ্রামীণ শক্তি সোলার প্যানেল। এই সোলারের প্যানেলগুলো অনেক ভালো বলে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

এ সোলার প্যানেলের দাম প্রতি ওয়াট ৪৫ টাকা থেকে ৫০ টাকা। ১০০ ওয়াট গ্রামীণ শক্তি সোলার প্যানেলের দাম ৪ হাজার ৫ শত টাকা থেকে ৫ হাজার টাকা। সোলার প্যানেলের আরেকটি ব্র্যান্ড হলো সুপারস্টার সোলার প্যানেল। এ প্যানেলটি অনেক ভালো যার কারণে অনেক জনপ্রিয়তা লাভ করেছে।

এ সোলার প্যানেল বহুদিন ওয়ারেন্টি থাকে। তার কারণে ব্যবহার করতে পারেন। এ সোলার প্যানেল ১ ওয়াটের দাম ৪০ টাকা থেকে পঞ্চাশ টাকা। ১০০ ওয়াট সুপারস্টার সোলার প্যানেলের দাম ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা।

বাংলাদেশের অন্যতম আরেকটি সোলার প্যানেলের ব্র্যান্ড হলো জেনেটিক সোলার প্যানেল। এ সোলার প্যানেলটি ১২ বছরের গ্যারান্টি পাবেন। ১২ বছরের মধ্যে সোলার প্যানেল নষ্ট হয়ে গেলে পুনরায় নতুন সোলার প্যানেল পাবেন। এ সোলার প্যানেল প্রতি ওয়াটের দাম ৫৫ টাকা থেকে ৬০ টাকা।

১০০ ওয়ার্ড জেনেটিক সোলার প্যানেল এর দাম ৫ হাজার ৫ শত টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। সোলার প্যানেল আরেকটি জনপ্রিয় নাম মন সোলার প্যানেল। এ সোলার প্যানেলগুলো অনেক ভালো এবং অনেকেই বাসা বাড়িতে এ সোলার প্যানেল ব্যবহার করেন।

এক ওয়াটের দাম ৫৫টাকা থেকে ৬০ টাকা। ১০০ ওয়াটের মন সোলার প্যানেল এর দাম ৫ হাজার ৫ শত টাকা থেকে৬ হাজার টাকা। প্রিয় পাঠকগণ সোলার গুলোর দাম বিশ্লেষণ করে সবার সঙ্গে পরামর্শ করে আপনার পছন্দ মতো একটি সোলার প্যানেল ব্যবহার করতে পারেন। আজকের বিষয় ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠকগন আজকের বিষয় ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত। আরো আলোচনা করা হয়েছে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম ব্যাপারে বিস্তারিত আলোচনা। গ্রামীণ শক্তি সৌর বিদ্যুৎ সম্পর্কে এবং দরদাম।

এছাড়াও সোলার প্যানেল কোনটা ভালো এবং কোনটার দাম কত সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। সোলার প্যানেল সম্পর্কে জানতে এ আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। ভালো লাগলে বন্ধুদের মাঝে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url