১০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন

সুপ্রিয় পাঠকগন ১০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন বিষয়ে লিখতে বসলাম। এছাড়া আরো আছে ২৫ হাজার টাকা দামের সেরা ৬ টি স্মার্টফোন। পাঁচ হাজার টাকা দামের সেরা স্মার্টফোন। এছাড়াও বাজারে নতুন কিছু স্মার্টফোন এসেছে তার বিবরণ। স্মার্টফোন আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন।
স্মার্টফোনের সাহায্যে সারা বিশ্বে আত্মীয় স্বজনদের সাথে ভিডিও ও অডিও কল দিয়ে যোগাযোগ রক্ষা করতে পারি। বিশেষ করে যারা দেশের বাহিরে বসবাস করতেছে তাদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে দেখা-সাক্ষাৎ করতে পারি। এগুলো বিষয় জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।

ভূমিকা

পরস্পর যোগাযোগ রক্ষা করার জন্য স্মার্টফোন অনেক দরকারি। বিশেষ করে বিভিন্ন অফিস আদালতে তথ্য ইমেইল এর মাধ্যমে পাওয়ার জন্য স্মার্টফোন প্রয়োজন। এছাড়াও দেশের বাহিরের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলা এবং সাক্ষাৎ করার জন্য স্মার্টফোন প্রয়োজন।


সাধারণত অনেক বেশি দামের স্মার্টফোন রয়েছে। যাদের বাজেট কম তাদের জন্য কম দামের স্মার্টফোনের বিবরণ দেওয়া হয়েছে। আপনাদের বাজেট অনুযায়ী যেকোনো একটি স্মার্ট ফোন ক্রয় করে নিতে পারেন। আজকের বিষয় ১০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন।

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৬টি স্মার্টফোন

আজকের বিষয় ১০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন। অনেকেই স্মার্টফোন কিনবেন বলে সিদ্ধান্ত করেছেন। বাজেট হয়তো ২৫ হাজার টাকার মধ্যে।

আপনি যদি ২৫ হাজার টাকার মধ্যে স্মার্ট ফোন কিনেন তাহলে চমৎকার কিছু স্মার্টফোন পাবেন যা আপনি সব ধরনের কাজ করতে পারবেন। আসুন আমরা এরকম কিছু স্মার্টফোনের সঙ্গে পরিচয় হই।

শাওমি রেডমি নোট ১১

সবার কাছে স্মার্টফোন শাওমি রেডমি নোট ১১ অনেক পছন্দ সই। ৬.৪ ইঞ্চি রেডমি নোট ১১ স্মার্টফোনে রয়েছে এক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট এমিটিং ডায়োড বা অ্যামোলেড ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ১১ এর উপর এমআইইউআই ১৩ ইউজার ইন্টারফেস, সঙ্গে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জি বি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে এই স্মার্টফোনে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।

 ৫০ মেগাপিক্সেল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো মিলিয়ে ক্যামেরা আছে তিনটি। ফোনটিতে ৩০ এফপিএসে ১০৮০ পিক্সেলের চমৎকার সিনেমাটিক ভিডিও শুট করা যাবে। এ ছাড়া ১৩ মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা রয়েছে যা দিয়ে ৩০ এফপিএস এ ১০৮০ পিক্সেলভিডিও শুট করা যায়।

স্মার্টফোনটির মূল্য =১৮৫০০ টাকা।

শাওমি অফিসিয়াল স্টোরে এ ফোন ক্রয় করতে পারবেন।

স‌্যামস্যাং গ্যালাক্সি এম ৩২

স্যামস‌্যাং কোম্পানির সবচেয়ে দামি ফোন থেকে সাশ্রয়ী ফোন পর্যন্ত সব স্মার্টফোনের বাজারে জনপ্রিয়তা রয়েছে। এম ৩২ এ রয়েছে একটি ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ডুয়েল সিম কার্ড অপশন। অ্যান্ড্রয়েড ১১ ও ওয়ান ইউআই কোর ৩.১ ইন্টারফেস। ৪ জিবি র‍্যাম এর সঙ্গে ৬৪জিবি ইন্টার্নাল মেমোরি, ,৪ জিবি র‍্যাম এর সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল মেমরি।


 ও ৬ জিবি র‍্যাম এর সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি সহ ফোনটি পাওয়া যায়। এম ৩২ স্মার্টফোনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ৬৪ মেগাপিক্সেলের একটি ৮ মেগাপিক্সেলের একটি ও ২ মেগাপিক্সেলের একটি মিলিয়ে চারটি ক্যামেরা রয়েছে। এর সঙ্গে আরও পাবেন ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।

স্মার্টফোনটির মূল্য =২৩,৯৯৯ টাকা থেকে শুরু

রিয়েলমি ৮৫জি জি

রিয়েলমি,৮৫ জিতে রয়েছে ৬.৪ ইঞ্চি ইন প্লেন সুইচিং লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আইপিএস এলসিডি স্কিন। এ স্মার্টফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের একটি ও ২ মেগাপিক্সেলের ২টি ক্যামেরা রয়েছে।

এ স্মার্টফোনটির মূল্য =২২ হাজার টাকা থেকে শুরু।

এই স্মার্টফোন পাবেন সেল টেক বিডি শোরুমে।

ইনফিনিক্স নোট ১১ প্রো

ভিভো অপো ও শাওমির মধ্যে আরেকটি ব্র্যান্ড স্মার্টফোন এখন বেশ আলোচনায় আছে। এই ফোনটি হলো ইনফিনিক্স নেট ১১ প্রো।

এ স্মার্টফোনটিতে আছে ৬. ৯ ইঞ্চি আইপিএস এলসিডি স্কিন।

এ ফোনটিতে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল মেমরি রয়েছে। এ ফোনটিতে ৬৪মেগাপিক্সেল, ১৩ মেগাপিক্সেল, ও ২ মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা সেটাপে ৩০ এফ পি এস এ ১৪ ৪০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং করা যায়।

এ ফোনটির মূল্য =২২ হাজার টাকা।

এ ফোনটি সেলটেক বিডি শোরুমে পাওয়া যায়।

অপো এ৭৬

এই ফোনে একটি আইপিএস এলসিডি ডিসপ্লে সহ ৬.৫৬ ইঞ্চি স্কিন রয়েছে। ফোনটির এন্ড্রয়েড ১১ ও কালার ওএস ১১ এ কাজ করে। ফোনটির ইন্টারনাল মেমরি ১২৮ জিবি এবং র‍্যাম ৪ জিবি ও ৮ জিবি আকারে পাওয়া যায়।

এ ফোনটির মূল্য =১৯.৯৯০ টাকা।

এই ফোন টি অপো অফিশিয়াল স্টোর এর বিভিন্ন শোরুমে পাবেন।

ভিভো ওয়াই ৩৩ এস

ভিভো ওয়াই ৩৩ এস স্মার্টফোনে একটি ৬.৫ ইঞ্চি এলসিডি স্ক্রিন রয়েছে। এর অপারেটিং সিস্টেম হল এন্ড্রয়েড ১১ ইউজার ইন্টারফেস ফানটাস ১১.১। এ ফোনটির ৪ জিবি র্যাম এর সঙ্গে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ৪ জিবি র‍্যাম এর সঙ্গে ১২৮ জিবি ও ৮ জিবি র‍্যাম এর সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যায়।

স্মার্টফোনটির মূল্য =১৯২০০ টাকা

ভিভোঅফিসিয়াল শোরুমে পাওয়া যাবে।

১০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন

আজকের বিষয় ১০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন। বাসায় একটি স্মার্টফোন থাকা অনেক প্রয়োজন। এরপরেও অনেক সময় বেশি বাজেট থাকে না। যার কারণে দশ হাজার টাকার মধ্যেই ভালো স্মার্টফোন পাওয়ার সম্ভব।

সিম্ফনি এটম ৪

এই ফোনটির দাম =৮,৬৯৯ টাকা। 

৬.৫৬ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ইউনিশপ কি ৬০৬ প্রসেসরের এই ফোনে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ এর পাশাপাশি ২৫৬ জিবি পর্যন্ত ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট পেয়ে যাবেন। এ স্মার্টফোনটি সিম্ফনি শোরুমে পাবেন।

ইনফিনিক্স স্মার্ট ৭

এই ফোনটির দাম =৯,৪৯৯ টাকা।

ইনফিনিক্স স্মার্ট ৭ ফোনটিতে ৬.৬ ইঞ্চি এইচ + ডিসপেল রয়েছ। এ স্মার্টফোনটি ৩ জিবি র‍্যামও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারি এন্ড পেয়ে যাবেন।১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার সাথে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

শাওমি রেডমি এ ১

এই মোবাইল ফোনের দাম =৮,৯৯৯ টাকা।

এস এ স্মার্টফোন ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ রয়েছে। ৬.৫২ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে ৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

শাওমি মোবাইল ফোনের শোরুমে এ ফোন পাবেন।

শাওমি রেডমি এ ২+

এই স্মার্টফোনের দাম =৯,৯৯৯ টাকা।

এ স্মার্ট ফোনে ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। ৮ মেগাপিক্সেল ডুয়াল বেক ক্যামেরার সাথে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

এই স্মার্টফোন শাওমি শোরুমে পাবেন।

নকিয়া ১.৪

এই স্মার্টফোনটির দাম =৮,৭৯৯ টাকা।

এ ফোনে ৩ জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ রয়েছে।

এর ফোনে ৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

রিয়েলমি সি৩০

এই স্মার্টফোনের দাম =৮,৯৯৯টাকা।

এ ফোনে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ রয়েছে।

৮ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

এছাড়াও এর দামের মধ্যে বাজারে আরও অনেক মোবাইল রয়েছে। দেখে পছন্দ করে আপনার পছন্দ সই মোবাইল ক্রয় করে নেবেন।

৫ হাজার টাকার মধ্যেই সেরা স্মার্টফোন

আজকের বিষয় ১০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন। যাদের বাজেট কম তাহারা ৫হাজার টাকার মধ্যে ষ্মাট ফোন ক্রয় করে নিতে পারেন। কমদামের মোবাইল ফোন হলেও মোটামুটি সাধারন কাজ গুলো করতে পারবেন।

সিম্ফনি জি১০

৫ ইঞ্চি ডিসপ্লে।

১.৪ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর।


পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা ৫ মেগাপিক্সেল ফ্রন্ট।

২ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

এর দাম =৪ হাজার ২৯০ টাকা।

আইটেলে এ২৫(৪জি)

৭২০ পিক্সেল এইচডি ডিসপ্লে।

১.৪ গিগাহার্টজ স্প্রেডট্রাম চিপসেট।

১ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

অ্যান্ড্রয়েড ৯ (গো এডিশন) অপারেটিং সিস্টেম।

৫ মেগাপিক্সেল ফ্রন্ট এবং ২ রিয়ার ক্যামেরা।

৩ হাজার ২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

ফোনটির দাম =৪ হাজার ৯৯০ টাকা।

ম্যাক্সিমাস পি৭ (৪জি)

৭২০ পিক্সেল এইচডি ডিসপ্লে।

১.৩ গিগাহার্টজ মিডিয়াটেক চিপসেট।

১ জিবি র‍্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

অ্যান্ড্রয়েড ৮.১ (গো এডিশন) অপারেটিং সিস্টেম।

৫ মেগাপিক্সেল ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা।

২ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

ফোনটির দাম =৪ হাজার ৫৯০ টাকা।

ওয়ালটন প্রিমো ইএফ৮ (৪জি)

৪.৯৫ ইঞ্চি FWVGA+ ডিসপ্লে।

১.৪ গিগাহার্টজ মিডিয়াটেক চিপসেট।

১ জিবি র‍্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

অ্যান্ড্রয়েড ৮.১ (গো এডিশন) অপারেটিং সিস্টেম।

৫ মেগাপিক্সেল ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা।

২ হাজার ৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

ফোনটির দাম =৪ হাজার ৬৯৯ টাকা।

এলজি অ্যারিস্টো ২

৫ ইঞ্চি ডিসপ্লে।

১ দশমিক ৪ গিগাহার্জের কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট।

অ্যান্ড্রয়েড ৭.১.২ নুগাট অপারেটিং।

২ জিবি র‌্যাম ও ১৬ জিবি রম।

২,৪১০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি, যা স্ট্যান্ডবাই মোডে আপনাকে বিশ্বের সাথে যুক্ত রাখবে টানা ১৪ দিন ৮ ঘণ্টা। আর টক টাইম সুবিধা দেবে টানা ১৭ ঘণ্টা ৫ মিনিট ।

ফোনটির দাম =৪,৯৯০ টাকা।

সিম্ফনি ভি ১০৫

৫ ইঞ্চি ডিসপ্লে।

২২০০ এমএইচের শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারি।

পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

৫ মেগাপিক্সেল ফ্রন্ট।

অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ এর গো এডিশন।

১ জিবি র‌্যাম ও ৮ জিবি রম।

এর দাম মাত্র =৪,১০৫ টাকায়।

নতুন মোবাইল ফোন 2024

আজকের বিষয় ১০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন। বাজারে কিছু স্মার্টফোন ২০২৪ সালের নতুন আসছে। এগুলো স্মার্টফোন অনেক আপডেট। তাই আপনারা এগুলো স্মার্টফোন ক্রয় করতে পারেন। 

Motorola Moto G23New

=২৫,০০০টাকা।

Apple iphone 15 pro max 256 gb USA Variant

=৩৫,৯৯০ টাকা।

Motorola G04 8/128

=১২,৫০০টাকা।

Google Pixel 4 XL 6/64

=১৫,৯৯০টাকা।

Motorola G24 Power 8/124 G B

=১৩,৯৯০টাকা।

লেখকের মন্তব্য

সুপ্রিয় পাঠকগণ আজকের বিষয় ১০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন। বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া আরো আলোচনা করা হয়েছে ২৫ হাজার টাকা দামের মধ্যে সেরা ছয়টি স্মার্টফোনের তালিকা। যাদের বাজেট কম তাদের জন্য 5000 টাকা দামের সেরা স্মার্টফোনগুলো ব্যাপারে আলোচনা করা হয়েছে।

স্মার্টফোন আমাদের অত্যাধিক দরকারি। স্মার্টফোনের মাধ্যমে ইমেইল ও গুগলের সাহায্যে বিভিন্ন তথ্য আদান প্রদান করা সম্ভব। আজকের এই বিষয়গুলো বিভিন্ন তথ্য সহ ভালো করে জানতে আমাদের এই কন্টেনটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। ভালো লাগলে বন্ধুদের মাঝে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url