ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কি সরকারি হাসপাতাল

প্রিয় পাঠকগণ আজকের বিষয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকা এটি মিরপুরে অবস্থিত। সকল ধরনের হৃদ রোগের চিকিৎসা এই হাসপাতালে হয়। এই হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবা করে যাচ্ছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সম্পর্কে যাবতীয় তথ্য এই কনটেন্টে পাবেন।
এছাড়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সকল বিশেষজ্ঞ ডাক্তারগনের তালিকা পাবেন। এছাড়াও হার্ট ফাউন্ডেশনে অপারেশনসহ সকল টেস্টের খরচের হিসাব জানতে পারবেন। আজকের বিষয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কি সরকারি হাসপাতাল।

ভূমিকা

আমাদের দেশে হৃদরোগের জন্য অনেক ভালো ভালো হাসপাতাল রয়েছে। তারপরেও চিকিৎসার জন্য প্রতিবেশী দেশ ভারতে পাড়ি জমাচ্ছি। যদি আমরা দেশেই হৃদ রোগের চিকিৎসা গুলো করি তাহলে দেশের সম্পদ অন্য দেশে যায় না। এই জন্য বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা ব্যাপারে ভালো মনোযোগী হতে হবে।


অপরপক্ষে ইচ্ছা চিকিৎসা প্রার্থীগণ মাতৃভুমির ভালোবাসায় এগিয়ে এসে চিকিৎসা করা দরকার। বর্তমানে দেশে অনেক ভাল চিকিৎসা হচ্ছে। তাই আসুন আমরা বিদেশে পাড়ি না জমিয়ে দেশে চিকিৎসা করি দেশ অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করি। আজকের বিষয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কি সরকারি হাসপাতাল।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কি সরকারি হাসপাতাল

হৃদ রোগ ও রক্ত সংবহনতন্ত্র জটিলতাই চিকিৎসা সেবার জন্য বেসরকারি ভাবে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। ১৯৭৮ সালে মানবতার সেবক ব্রিগেডিয়ার ডাক্তার আব্দুল মালিক এর নেতৃত্বে হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। শুরু থেকে এ হাসপাতালটি অত্যন্ত সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসতেছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হৃদরোগের যাবতীয় পরীক্ষা ও চিকিৎসা সেব সেবা দিয়ে আসছে। এছাড়া এখানে ওপেন হার্ট সার্জারি যেমন ভাল্ব সংযোজন ভাসকুলার জাতীয় অপারেশন নিয়মিত করা হয়। তুলনামূলক অন্যান্য হাসপাতালের চেয়ে এ হাসপাতালে খরচ কম। অপরদিকে চিকিৎসা সেবাও ভালো।

এখানে বাইপাস সার্জারির ও ব্যবস্থা রয়েছে। এছাড়াও বৈহিরবিভাগের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এই ইনস্টিটিউটে,রয়েছে,কার্ডিওলজি,কার্ডিওভাসকুলার,সার্জারি,অ্যানেস্থেসিওলজি,রেডিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথলজি, হেমাটোলজি, ব্লাড ট্রান্সফিউশন।

এপিডেমিওলজি ও প্রতিশেধক ওষুধ এবং পুনর্বাসন বিভাগ। এ ইনস্টিউটে চিকিৎসার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রী যেমন এমডি কার্ডিওলজি এম এস কার্ডিওলজি, সার্জারি, ডি কার্ড ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও এখানে সেবিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে।

আসুন যদি হৃদরোগের কোন সমস্যা হয় সরাসরি  হার্ট ফাউন্ডেশনে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে পারেন।আজকের বিষয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কি সরকারি হাসপাতাল।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা

আজকের বিষয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কি সরকারি হাসপাতাল। বাংলাদেশে হার্ট এর চিকিৎসার জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অনেক ভাল চিকিৎসা সেবা দিয়ে আসতেছে।


এখানে অনেক কম খরচে চিকিৎসা সেবা পাওয়া যায়। আমার জানা মতে এখানকার ডাক্তার গন অনেক ভাল। ২০১৮ সালে আমি এখানে চিকিৎসা নিয়েছি। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর ডাক্তারদের হালনাগাদ তালিকা দেওয়া হল।

অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক

এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, সেপ্টেম্বর ১৯৯৪,

তৃতীয় পেশাগত M.B.B.S. এ ৭ ম অবস্থান এবং চূড়ান্ত M.B.B.S. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হয়।

এফসিপিএস (মেডিসিন) জানুয়ারী ১৯৯২, M.R.C.P (U.K.): মে ১৯৯৬, F.R.C.P (Edin): মে ২০০৫, FACC ২০০৯ সালে

অধ্যাপক ও প্রধান পরামর্শদাতা কার্ডিওলজি

অধ্যাপক ডাঃ নাজির আহমেদ

এমবিবিএস, এমডি (কার্ডিওলজি), এফএসিসি

অধ্যাপক (কার্ডিওলজি বিভাগ)

অধ্যাপক ডাঃ মোহাম্মদ বদিউজ্জামান

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি), এফএসিসি, WHO ফেলো-ইন্টারভেনশনাল কার্ডিওলজি (সিঙ্গাপুর)

অধ্যাপক (কার্ডিওলজি বিভাগ)

অধ্যাপক ডাঃ মীর নেছারউদ্দিন আহমেদ

এমবিবিএস, ডিসিডি (DU), এমডি (Cardiology), এফসিসিপি,

অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি বিভাগ)

অধ্যাপক ডাঃ অশোক কুমার দত্ত

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি), অ্যাসোসিয়েট ফেলো-আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি

অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি বিভাগ)

অধ্যাপক ডাঃ মোহাম্মদ কবিরুজ্জামান

এমবিবিএস, এমডি (কার্ডিওলজি), অ্যাসোসিয়েট ফেলো-আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি

অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি বিভাগ)

অধ্যাপক ডাঃ ধীমান বণিক

এমবিবিএস, ডি-কার্ড, এমডি (কার্ড।), অ্যাসোসিয়েট ফেলো-আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি

অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি বিভাগ)

ডাঃ মোঃ হাবিবুর রহমান

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি), অ্যাসোসিয়েট ফেলো-আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি

সহযোগী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি বিভাগ)

ডাঃ তৌফিক শাহরিয়ার হক

এমবিবিএস, ডি-কার্ড, এমডি (কার্ডিওলজি)

সহযোগী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি বিভাগ)

ডাঃ মোঃ আব্দুল মজিদ খান

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি)

সহযোগী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি বিভাগ)

ডাঃ মোঃ কলিমুদ্দিন

এমবিবিএস, এমডি (কার্ডিওলজি-ডিইউ), এমডি (ইউএসএসআর)

কার্ডিওলজি সহকারী অধ্যাপক এবং উপ -পরিচালক (একাডেমিক)

ডাঃ মোঃ ফরহাদ জামাল

এমবিবিএস ( ঢাকা), এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি-এনআইসিভিডি)

সহকারী অধ্যাপক ও পরামর্শদাতা (কার্ডিওলজি বিভাগ)

ডাঃ জেসমিন হোসেন

সহকারী অধ্যাপক ও পরামর্শক পেডিয়াট্রিক কার্ডিওলজি

ডাঃ নহারুমা আইভ হায়দার চৌধুরী

সহকারী অধ্যাপক ও পরামর্শক পেডিয়াট্রিক কার্ডিওলজি

ডাঃ মোঃ আবু তারেক ইকবাল

সহকারী অধ্যাপক ও পরামর্শদাতা (কার্ডিওলজি বিভাগ)

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হার্টের চিকিৎসার খরচ

আজকের বিষয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কি সরকারি হাসপাতাল। হাসপাতালে প্রথমে ৫০টাকা দিয়ে টিকিট কাটার পর ডাক্তার কে দেখাতে হবে। অতপর ভর্তির রশিদ দেখানোর পরে=৪০০টাকা ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হবে। এরপর সেবার জন্য নিম্ন ফি অনুযায়ী খরচ সাপেক্ষে ব্যবস্থা পত্র নিতে হবে। খরচের তালিকা নিম্নরুপ।

ক্রমিক নং

টেষ্টের নাম

খরচ

    ০১

  সি. সি ইউ

  =১৫০০ টাকা

    ০২

  পি সি সি ইউ

  =৯০০ টাকা

    ০৩

  হার্ট ফেইলর ইউনিট

    =৯০০ টাকা

    ০৪

  পোষ্ট ক্যাথ

  =৯০০ টাকা

    ০৫

আই সি ইউ

  =১৫০০ টাকা

    ০৬

পি আই সি ইউ

  =৯০০ টাকা

    ০৭

  ইমারজেন্সী

  =৪০০ টাকা

    ০৮

পি ক্যাথ

  =৪০০ টাকা

    ০৯

পুরুষ ওয়ার্ড/ ওয়ার্ওয়ার্ড-১০

  =৪০০ টাকা

    ১০

বায়ী ওয়ার্ড

  =৪০০ টাকা

    ১১

ওপিডি

  =৫০ টাকা

    ১২

কেবিন (নন এসি)

  =১৬০০ টাকা

    ১৩

কেবিন (এসি)

  =২২০০ টাকা

    ১৪

মর্গ

    =৫০০০ টাকা


হাসপাতালে রোগ সনাক্তের জন্য বিভিন্ন রকম টেষ্ট করতে হয়। টেষ্টগুলোর ফি নিচে দেওয়া হলো।

ক্রঃ নং

                          টেষ্টের নাম

                খরচ

    ০১

  রক্তের হিমোগ্লোবিন

    =১০০ টাকা

    ০২

  ইউরিয়া/ ক্রিয়েটিনিন

    =৪০০ টাকা

    ০৩

  সিকে এম বি

    =৬০০ টাকা

    ০৪

  ট্রপোনিন

    =৮০০ টাকা

    ০৫

  লিফিড প্রোফাইল

    =৮০০ টাকা

    ০৬

  ইলেক্ট্রোলাইট

    =৬০০ টাকা

    ০৭

  এল. ডি. এইচ

    =২০০ টাকা

    ০৮

  এস জি ও টি

    =২০০ টাকা

    ০৯

  আল্ট্রাসনোগ্রাম

    =৬০০ টাকা

    ১০

  এক্সরে (ব্লক

    =এক্সরে (ব্লক)

    ১১

  এল/ এস

    =৫০০ টাকা

    ১২

  সি/ এস

    =৪০০ টাকা

    ১৩

  পি এন এস

    =২৫০ টাকা

    ১৪

  জয়েন্ট

    =২৫০ টাকা

    ১৫

  ইকো

    =১৬০০ টাকা

    ১৬

  ই টি টি

    =১৭০০ টাকা

    ১৭

  ইসিজি

    =২০০ টাকা

    ১৮

  সিটি স্ক্যান

    =২৮০০ টাকা

    ১৯

  সিটি এনজিও গ্রাম

    =১২,৫০০ টাকা


ক্যাথ ল্যাবের খরচ নিম্নরুপঃ

ক্রঃ নং

                                  কেবিনের

ভাড়া

    ০১

  পি টি সি এ

  =৪০,০০০ টাকা

    ০২

  পি টি এস সি

  =২৫,০০০ টাকা

    ০৩

এস জি পি টি

২০০ টাকা

    ০৪

  সি এ জি

  =১১,০০০ টাকা


এখানে হৃদরোগ সম্পর্কিত অপারেশন করাহয়। অপারেশন এর নাম ও বিল তুলে দেওয়া হলোঃ

ক্রঃ নং

টেষ্টের নাম

=খরচ

      ০১

সি এ বি জি

=১,২০,০০ টাকা

      ০২

এ এসডি, ভি এস ডি টি ওএফ

=৯৫,০০ টাকা

      ০৩

সি এমসি/পিডিএ (ক্লোজড হার্ট সার্জারী) কোরেটেশন অব অর্টা, ভাস্কুলার প্রসিভিউর

=৪৫,০০০ টাকা

      ০৪

বিটি শান্ট (আনুসাঙ্গিক খরচ)

=৪০,০০০ টাকা

      ০৫

বাল্ব রিপ্লেসমেন্ট (১টি )

=৮৫,০০০ টাকা এবং কষ্ট ১,৪৫,০০০ টাকা

      ০৬

বাল্ব রিপ্লেসমেন্ট (ডাবল)

=৮৫,০০০ টাকা এবং কষ্ট  ২,০০,০০০ টাকা

      ০৭

কস্ট অব ভ্যালু

=১,৪৫,০০০ টাকা

      ০৮

ডাবল ভাল্ব রিপ্লেসমেন্ট

=৮৫,০০০ টাকা + কষ্ট

      ০৯

অব ভ্যালু

=২,০০,০০০ টাকা

      ১০

এম ভি আর/ এ ভি আর ও সি এ বি জি

=৬৫,০০০ টাকা

      ১১

এম ভি আর, উইথ টিস্যু ভাল্ব-

=১,৯০,০০০টাকা

    ১২

ভি ভি আর/ সি এ বি জি

=২,৩০,০০০টাকা

      ১৩

সি এ বি জি ও এস ডি/ ভি এস ডি

=১,৫০,০০০ টাকা

      ১৪

আই এ বিপি ( যদি ব্যবহার করা যায়)

=৫০,০০০ টাকা


ক্যাথল্যাব প্রসিকিউটর চার্জ দেওয়া হলোঃ

ক্রমি.নং

টেষ্টের নাম


    ০১

  কনজিনিটাবর এ এসডি, ভিএসডি, পিডিএ, টিওপফ (ওয়ার্ডে    ২দিন) (ওয়ার্ডে ২ দিন)

  =১১,০০০ টাকা

    ০২

  করোনারী এনজিও গ্রাম উইথ ইউরোভিডিও

  =৯,০০০ টাকা

    ০৩

  রেনাল এসজিও গ্রাম- (ওয়ার্ডে ২ দিন)

  =৭,৫০০ টাকা

    ০৪

  পেরিফেরাল এন জিও গ্রাম (ওয়ার্ডে ২ দিন)

  =১১,০০০ টাকা

    ০৫

  প্যাস মেকার (স্থায়ী)(ওয়ার্ডে ২০ দিন)

  =২০,০০০ টাকা

    ০৬

  প্যাস মেকরা (অস্থায়)

  =৫,০০০ টাকা

    ০৭

  পিটিএম সি ( ৩ দিন ওয়ার্ডে)

  =২৫,০০০ টাকা

    ০৮

  পালমোলারা ডাল্বলো প্লাসটি

  =২৫,০০০ টাকা

    ০৯

  রেনাল এন জিও প্লাসটি

  =৩০,০০০ টাকা

      ১০

  করোনারী এনজিও প্লাসটি (PTACA)(ওয়ার্ডে ৩ দিন)

  =৪০,০০০ টাকা

    ১১

  পেরিফেরাল এনজিও প্লাসটি

  =৩০,০০০ টাকা

    ১২

  অরটিক ভল্বলো প্লাসটি

  =৩৬,০০০ টাকা

    ১৩

  পেরিকার্ডিয়াল ফ্লুইড এম্পারেশন-

  =৫,০০০ টাকা

    ১৪

  আই এ বি পি (যদি ব্যবহার করা হয়)

  =৪৫,০০০ টাকা

    ১৫

  ইকো কালার ডপলার

  =১,৬০০ টাকা


ব্লাড ব্যাংকঃ এখানে ব্লাড ব্যাংক আছে। ব্লাড ব্যাংকে কোন রক্ত সংরক্ষন করা হয়না। তবে রক্তের ক্রস ম্যাচিং করা হয়। বিল=১০০০টাকা।

এম্বুলেন্স সুবিধাঃ এই হাসপাতালে নিজস্ব এম্বুলেন্স সুবিধা আছে। এখানে ৬ টি এম্বুলেন্স আছে। যোগাযোগ=৮০৬১৩১৪-৬ ও =৮০৫৩৯৩৫-৬

লেখক এর মন্তব্য

সুপ্রিয় পাঠকগণ আজকের বিষয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কি সরকারি হাসপাতাল। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সম্পর্কে আপনারা যাবতীয় তথ্য এই কনটেন্ট থেকে জানতে পারবেন। আরো জানতে পারবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর ডাক্তারগনের তালিকা। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অপারেশন সহ যাবতীয় টেস্টের খরচ।কোথায় অবস্থিত সে বিষয়ে জানতে পারবেন।

তাই আসুন হৃদরোগ জটিলতা কোন সমস্যা হলে আমরা হার্ট ফাউন্ডেশন সেবা নিতে পারি। এগুলো বিষয় জানতে কন্টিটেন্টটি ভাল করে পড়বেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url