ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়
প্রিয় পাঠক আসুন জেনে নিই ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়। আমাদের সবার বাড়িতে দুই একটি করে ছাগল থাকে। আমরা শখ করে ছাগলগুলো পালন করি।। অথবা দেখা যায় কোরবানির জন্য একটি ছাগল অনেক আদর করে পালন করা হলো।
এক্ষেত্রে ছাগলের বড় সমস্যা হঠাৎ পেটে ফাপার সমস্যা হয় এবং আস্তে আস্তে পেট ফুলে ছাগল মারা যেতে পারে। তাই আসুন ছাগলের পেট ফাঁপা ঘরোয়া ভাবে দূর করা যায় জেনে নিই।
ভূমিকা
ছাগলের মাংস আমরা সবাই পছন্দ করি। আর যদি বাসায় ছাগল পালন করে সেই ছাগলের মাংস খাওয়া যায় তাহলে মজাই আলাদা। ছাগল পালন করার সময় ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় গুলো জানার দরকার। সাধারণত ছাগলকে বেশি দানাদার খাবার অথবা বাসি খাবার দিলে ছাগলের পেট ফাঁপা সমস্যা হতে পারে।
আর ও পড়ুনঃ নবজাতকের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়
এছাড়াও কীটনাশক ব্যবহার করা ঘাস খেলেও ছাগলের পেট ফাঁপা সমস্যা হয়। যেই ভাবেই হোক না কেন ছাগলের পেট ফাপা সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। তাছাড়া ছাগল মারাও যেতে পারে। প্রিয় পাঠক আসুন ছাগলের পেট খাবার সমস্যা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি।
ছাগলের প্রস্রাব পায়খানা বন্ধ হলে করণীয়
ছাগলের প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেলে কি করতে হবে সে বিষয়ে আমাদের জানা থাকা প্রয়োজন। বিশেষ করে পেশাব পায়খানা বন্ধ হয়ে গেলে পেট ফুলে যায়। সঠিক চিকিৎসা না করলে ছাগল মারা যায়। সাধারণত ছাগল যদি দানাদার খাদ্যের পরিমাণ বেশি খেয়ে ফেলে তাহলে এই সমস্যা হয়। এছাড়া শুকনো খাবার যদি বেশি খায়।
যেমন খড় অন্যান্য শুকনো পাতা আর পানির পরিমান কম খায় তাহলে পেটে গ্যাস হয়ে পেশাব বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও পাথরের কারণেও পেশাব বন্ধ হয়ে যেতে পারে। সাধারণত ঘরোয়াভাবে এ সমস্যার সমাধান করলে অনেক উপকার হয়। এ কারণে ছাগলকে বেশি বেশি করে পানি খাওয়াতে হবে। বেশি পানি খেলে সমস্যা দূর হয়ে।
ছাগলকে জলপাই পাতা খাওয়ানো যেতে পারে। জলপাই পাতা টক প্রকৃতির যা ছাগল খাওয়ার ফলে ছাগলের পেট থেকে গ্যাস দূর হয়ে যায়। যার কারণে ছাগল পেশাব পায়খানা করতে পারে। এছাড়াও ৫০০ গ্রাম পানির সঙ্গে ৫০ গ্রাম খাবার সোডা ও ৫০ গ্রাম আদা একসঙ্গে মিক্সড করতে হবে। অতঃপর এই পানীয় দিনে ৫ বার খাওয়াতে হবে।
আশা করা যায় ছাগলের পেশাব পায়খানা হয়ে পেট থেকে গ্যাস দূর হয়ে যাবে। এছাড়া সঙ্গে এলোপ্যাথিক চিকিৎসা করতে হবে। ১)Blotosil 30ml 2) Oxytetracycline 3ml (inj) 3) Bellamyl 3ml (inj) 4)Tonophosphan 2.5ml (inj) এ ওষুধগুলি ব্যবহার করলে আশা করা যায় বা ছাগল সুস্থ হয়ে যাবে।
ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়
বাসা বাড়িতে ছাগল রাখলে ছাগলকে বিভিন্ন রকম খাবার খাওয়াতে হয়। এই ক্ষেত্রে সকলকে খাবার দেওয়ার পাত্র ভালো করে ধুয়ে রাখতে হবে। ছাগলের সকল খাবারে নজর রাখতে হবে। ছাগল গুলো হঠাৎ করে পেট ফাঁপার সমস্যা হতে পারে।
আর ও পড়ুনঃ চিনা বাদাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় এর মাধ্যমে পেট ফাপা ভালো করতে হবে। যদি ছাগলের পেট ফাঁপা সমস্যা হয় তাহলে প্রথমেই প্রাকৃতিক কিছু উপায় অবলম্বন করতে হবে। উপায় গুলো হল ।
আদার রস খাওয়ান্ঃ আদা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাদ্য। আদার রস ছাগলকে খাওয়ালে ছাগলের পেটে থাকা গ্যাস বাহির হয়ে যায় এবং পেট ফাঁপা দূর হয়ে যায়। ৫০ গ্রাম আধা নিয়ে রস করে নিতে হবে। এই রসের সঙ্গে কিছু লবণ মিশ্রিত করতে হবে। লবণ মিশ্রিত করা রস ছাগলকে খাওয়াতে হবে।
জৈনসদ খাওয়ানোর মাধ্যমেঃ ঔষধি দোকানে জৈনসদ পাওয়া যায়। তিন গ্রাম জৈনসদ নিয়ে পেস্ট করে নিতে হবে। অতঃপর ২৫০ মিলি পানির সঙ্গে মিশ্রিত করে ছাগলকে খাওয়াতে হবে। ছাগলের গ্যাস কমে পেট ফাঁপা দূর হবে।
ছাগল চিত করে সোয়ানঃ ছাগলকে চিত করে শোয়ালে ছাগলের পেট থেকে গ্যাস বাহির হয়ে যাবে।
খাওয়ার সোডা খাওয়ানোর মাধ্যমেঃ ৫০গ্রাম খাবার সোডা ৫০০ মিলি পানিতে মিশিয়ে দিনে পাঁচবার করে খাওয়ালে পেটে গ্যাস দূর হয়ে যাবে। পেট ফাঁপা ভালো হয়ে যাবে।
পেট থেকে গ্যাস বাহির করাঃ পেটের মধ্যে একটি সিরিন্জ সেট করতে হবে। বারবার সিরিজ দিয়ে পেট থেকে গ্যাস গুলো বাহির করতে হবে। এই গ্যাস গুলো বাহির করার মাধ্যমে পেটে গ্যাস কমে যাবে। পেট ফাঁপা দূর হয়ে যাবে।
লাকড়ি ব্যবহারঃ সাধারণত ছাগলের পেট ফাঁপা থাকলে ছাগল মুখ বন্ধ করে বসে থাকে। ছাগলের পেটে যদি ঠিকমত লালা যায় তাহলে ছাগলের গ্যাস অনেকটা কমে যায়। এছাড়া ছাগল শুয়ে থাকতে দেওয়া যাবে না। এইজন্য ছাগলের মুখে একটা কাঠি বেঁধে দুটি দড়ি দিয়ে মাথার সঙ্গে বেধে দিতে হবে। ছাগল তখন কাঠি চিবোতে থাকবে। যার কারণে মুখে লালা পেটের ভেতর ঢুকে যাবে।
ছাগল কে দাড়িয়ে রাখাঃএকটি বেল্ট ছাগলের পেটে ছেট করে কারো সঙ্গে ঝুলিয়ে রাখতে হবে। তাহলে ছাগল দাঁড়িয়ে থাকবে। এভাবে পেটের গ্যাস দূর করা যায় এবং পেট ফাঁপা ভালো হয়।
ছাগলের পেট ফাঁপার কারন
ছাগল খাওয়ার সময় কোন কিছু অনিয়ম করলে পেটে গ্যাস বৃদ্ধি পায়। আর গ্যাস বৃদ্ধি পাওয়ার কারণেই পেট ফাঁপা সমস্যা হয়। আজকে আমাদের পোস্ট ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়। বিভিন্ন কারণে পেট ফাপতে পারে। ছাগলকে দানাদার খাবার খাওয়ানোর সময় বেশি পরিমাণে দানাদার খাবার খেলে পেট ফাঁপা সমস্যা হয়।
ছাগলের পাত্রে ব্যাকটেরিয়া জমা থাকে। ছাগলকে খাবার দেওয়ার সময় পাত্রটি ভালো করে না ধুয়ে খাবার দিলে ছাগলের পেট ফাঁপা সমস্যা হতে পারে। ছাগলের ঘাস উৎপন্ন করার সময় পর্যাপ্ত ইউরিয়া সার ও কীটনাশক ব্যবহার করলে। উক্ত ঘাস ছাগলকে খাওয়ালে পেট ফাঁপা সমস্যা হতে পারে।
ছাগলকে পঁচা বাসি খাবার খাওয়ালে পেট ফাঁপা সমস্যা হতে পারে। ছাগলকে বেশি চাউল খাওয়ালে পেট ফাঁপা সমস্যা হয়। এ ছাড়া শুকনো খড় জাতীয় খাবার ছাগলকে বেশি খাওয়ালে এবং তার সঙ্গে পর্যান্ত পানি না খাওয়ালে ছাগলের পেট ফাঁপা সমস্যা হয়। ছাগলকে নিয়মিত কৃমির ওষুধ খাওয়ানো দরকার।
কৃমির ওষুধ না খাওয়ালে পেটে কৃমি হলে ছাগলের গ্যাস বেড়ে যায় যার কারণে ছাগলের পেট ফাঁপা সমস্যা হয়। ছাগলের পেট ফাঁপা শুরু হলে আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই পেট ফাঁপা অনেক বেশি হয়ে যায়। এ কারণে ছাগলের মৃত্যু হতে পারে। তাই খুব তাড়াতাড়ি ছাগলের চিকিৎসা প্রদান করতে হবে।
ছাগলের পেট ব্যাথা
ছাগলের পেট ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। ছাগল কে কৃমির ডোজ যদি না করানো হয়ে থাকে। পেটে কৃমি হলে পর্যাপ্ত পেট ব্যথা হয়। ছাগলকে যে খাবার দেওয়া হয় সেই খাবারের সঙ্গে খারাপ খাবার থাকলে ছাগল সে খাবার খেলে পেটে গ্যাস হয়। পেটে গ্যাস হওয়ার কারণে পর্যাপ্ত পেট ব্যথা হয়।
আর ও পড়ুনঃ ঠোঁট ফাটা কমানোর ঘরোয়া উপায়
এছাড়া ছাগল মাঠে খাওয়ার সময় কোনভাবে বিষাক্ত পোকা খেয়ে ফেলে অথবা বিষক্রিয়া হয় তাহলে পর্যাপ্ত ব্যথা হবে। ছাগলের পেটে ব্যথা হলে সেটি দূর করার জন্য কিছু ঘরোয়া পন্থাবরণ করা প্রয়োজন।
৫০ গ্রাম মেথি পাউডার ৫০ গ্রাম আজুআন পাউডার পরিমাণ মতো লবণ ২০০ মিলি পানিতে মিশ্রিত করে ছাগলকে খাওয়ায়ে দিতে হবে। আশা করা যায় উপকার পাওয়া যাবে। আর ভালো না হলে পশু চিকিৎসালয়ে নিয়ে চিকিৎসা করাবেন।
ছাগলের পেট ফাপার ওষধ
ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় জেনে ওষুধগুলো ব্যবহার করা দরকার। ঘরোয়া উপায়ে ওষুধ ব্যবহারের ফলে পেট ফাপা সমস্যা ভালো না হলে ওষুধ ব্যবহার করতে হবে। ব্লটনিল ওষধ,৩০ মিলিগ্রাম সিরিঞ্জ দিয়ে খাওয়াতে হবে। এই ওষুধ সকাল এবং বিকাল দিনে দুইবার খাওয়াতে হবে।
জাইমোভেট খাওয়াবেন। একপাতা জাইমোভেট চার ভাগে ভাগ করে প্রতিবার একটি করে ভাগ খাওয়াবেন। দিনে তিনবার খাওয়াবেন। এক ভাগ জাইমোভেট নিয়ে ২৫০ মিলি পানির সঙ্গে মিশিয়ে সিরিজ দিয়ে খাওয়ায়ে দিবেন। আশা করা যায় ছাগল ভালো হয়ে যাবে।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আমরা সবাই বাসায় দুই একটি করে ছাগল রাখি। ছাগল কে খাবার দেওয়ার সময় পরিষ্কার-পাত্রে খাবার দিতে হবে। প্রতিটি খাবারের সময় হিসাব করে দিতে হবে যেন কোন খাবার বেশি না হয়। এছাড়া নিয়মিত কৃমি ডোজ করা প্রয়োজন। সাধারণত ছাগলকে মাচার উপর রাখলে ভালো হয়।
ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় গুলো ভালোভাবে জানা প্রয়োজন। ছাগলের যে কোন সমস্যা হলে তাড়াতাড়ি যেন চিকিৎসা করা যায় সে ব্যাপারে জ্ঞান থাকার প্রয়োজন। আসুন ছাগল সম্পর্কে জানার জন্য আমাদের এই পোস্ট ভিজিট করবেন। ভালো লাগলে নিজেকে সার্থক মনে করব। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url