জেনেনিই জাম্বুরা খাওয়ার উপকারিতার বিবরণ

প্রিয় পাঠক আসুন জেনে নিই জাম্বুরা খাওয়ার উপকারিতার বিবরণ । জাম্বুরা ভিটামিন সি জাতীয় ফল। আসুন আজকে আমরা জাম্বুরার উপকারিতার সঙ্গে সঙ্গে জাম্বুরার অপকারিতা গুণ জাম্বুরার পুষ্টিগুণ জেনে নেবো।
জাম্বুরা এমন একটি ফল যার বিচি খোসা এবং মাঝখানের অংস গুলি উপকার। আসুন জেনে জাম্বুরার গুনাগুন ও পুষ্টি উপাদান।

ভূমিকা

জাম্বুরা দক্ষিণ ও পূর্ব এশিয়া য় উৎপাদিত ফল। বাংলাদেশে পর্যাপ্ত জাম্বুরা উৎপন্ন হয়। জাম্বুরা খেতে টক মিষ্টি। জাম্বুরার বাইরের অংশ সবুজ অথবা পাকলে হালকা সবুজ-গোলাপি হতে পারে। ভিতরের অংশ গোলাপি অথবা সাদা হয়। আসুন আমরা জেনে নিই জাম্বুরা খাওয়ার উপকারিতার বিবরণ। এছাড়াও জাম্বুরার বিভিন্ন গুনাগুন জেনে নেব।

জেনে নিই জাম্বুরার বিচির উপকারিতা

জাম্বুরার বীজের নির্যাস আমাদের অনেক উপকারে আসে। ইহার গুড়া হালকা হলুদ বর্ণের হয়। ল্যাটিন নাম সাইট্রাস প্যারাডিসিম্যাকএফ। ব্যবহৃত অংশ বীজের গুড়া। জাম্বুরার বীজের নির্যাস যা সাইটাস বিজে নিজস্ব নামে পরিচিত। এই জনপ্রিয় নির্যাসটি বিভিন্ন স্বাস্থ্য সমস্যার প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়। এটি ত্বকের সংক্রামক সহ ত্বকের বিভিন্ন সমস্যায় ব্যবহৃত হয়।

আরও পড়ুনঃ   জেনে নিই স্বপ্নের পদ্মা সেতু বিশ্বের কততম সেতু

জাম্বুরার বীজ থেকে গুড়া বিভিন্ন উপকারে ব্যবহৃত হয়। জাম্বুরা বীজের নির্যাস রক্তচাপ কমাতে সহায়তা করে। অল্প বয়সী অথবা মধ্যবয়সী যাদের ওজন অনেক বেশি গুড়া তাদের ওজন কমাতে সহায়তা করে। রক্ত প্রবাহকে উন্নত করে। রক্ত জমাট বাধার ঝুকি কমায়। জাম্বুরার বীজের নির্যাস হৃদরোগের ঝুকি কমাতে সহায়তা করে।

শরীরের খারাপ কোলেস্টেরল নষ্ট করে হৃদযন্ত্রে অক্সিডেশন হ্রাস করে। সাধারণত পশুদের হাড়ের চিকিৎসায় ব্যবহার হয়। জাম্বুরার বীজের নির্যাস বিভিন্ন সংক্রামক বৃদ্ধি রোধ করে। খাদ্যবাহিত ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন অসুস্থতা রোধ করে।

জাম্বুরা এক্সট্র্যাক্ট ক্রিমগুলো ত্বক বৃদ্ধির কারণ গুলো আরো বাড়িয়ে তোলে। যেমন ত্বকের ক্ষত নিরাময়ে সহায়তা করে। ত্বকের বার্ধক্যজনিত লক্ষণ কমাতে সাহায্য করে। জাম্বুরা বীজের নির্যাস এন্টি ইনফ্লামেটরি এবং এন্টিঅক্সিডেন্ট উপাদান হিসেবে প্রসাধনী শিল্পে ব্যবহার হয়। আজকের বিষয় জাম্বুরা খাওয়ার উপকারিতার বিবরণ।

জেনেনিই জাম্বুরা খাওয়ার অপকারিতা

যাদের কিডনির সমস্যা রয়েছে তারা জাম্বুরা কম খাবেন। ডাক্তার জয়নাল আবেদীন বলেন কিডনি রোগীদের বেশী জামবুরা খাওয়া ঠিক না। বেশী জামবুরা খাওয়ার জন্য কিডনির সংক্রামক বাড়িয়ে দেয়। যাদের রক্তে পটাশিয়াম বেশি থাকে তাদের জাম্বুরা খাওয়া ঠিক না।

জেনে নিই গর্ভাবস্থায় জাম্বুরা খাওয়ার উপকারিতা

গর্ভবতী মহিলাদের পুষ্টিহীনতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সে অবস্থায় জাম্বুরা খেলে জাম্বুরাতে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে। যাহার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। গর্ভাবস্থায় সাধারণত মেয়েদের ওজন অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে নিয়মিত জাম্বুরা খেলে ওজন কমে যায়।

জাম্বুরাতে লিমোনয়েড নামক উপকরণ থাকায় গর্ভবতী মায়েদের আন্ত্রিক, অগ্নাশয় ও স্তন ক্যান্সার প্রতিরোধ করে। জাম্বুরা খেলে গর্ভবতী মেয়েদের রক্ত চলাচল বৃদ্ধি করে। গর্ভ অবস্থায় শরীরের পেশীতে টানটান ভাব হয়। জাম্বুরা খেলে টানটান ভাব আর থাকে না।

গর্ভবতী মেয়েদের সাধারণত স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হতেপারে।পটাশিয়ামও ম্যাগনেসিয়ামের অভাবে এটা হয়। পর্যাপ্ত পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় জাম্বুরা খেলে এ সমস্যা থাকে না। জাম্বুরা খেলে রক্তনালী গুলো প্রশস্ত করে এবং রক্ত চলাচল বৃদ্ধি করে। গর্ভবতী মেয়েদের হাড় ও পেশি দুর্বল হয়।

তাছাড়া এই সমস্যা বাচ্চাদের উপরে প্রভাব পড়ে। জাম্বুরায় পর্যাপ্ত পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও সোডিয়াম রয়েছে। জাম্বুরা খাওয়ার কারণে গর্ভবতী মায়েদের হাড় ও পেশি মজবুত হয়। বাচ্চাদেরও হাড়ের ও পেশির গঠন মজবুত হয়।

জেনেনিই জাম্বুরা খাওয়ার উপকারিতার বিবরণ

আজকের বিষয় জাম্বুরা খাওয়ার উপকারিতার বিবরণ। জাম্বুর একটি উপকারী এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। ডাক্তার জয়নুল আবেদিন বলেন জাম্বুরা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ফল। জাম্বুরা প্রয়োজনীয় উপাদান এনটিঅক্সিডেন্ট ও ভিটামিন সি পর্যাপ্ত রয়েছে। যাহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কোষের ক্ষয় রোধ করে কোষের প্রদাহ কমায় ও ক্যান্সারের জীবাণুগুলো নষ্ট করে।

আরও পড়ুনঃ  মধু ও কালোজিরা খাওয়ার নিয়ম ও উপকারিতা

জাম্বুরা আন্ত্রিক ও অগ্নাশয় ও স্তন ক্যান্সার প্রতিরোধ করে। জাম্বুরায় লিমনয়েড উপাদান রয়েছে যা ক্যান্সারের ধ্বংস করে। এছাড়া জাম্বুরা আয়রন যুক্ত হয় বলে ক্যান্সার প্রতিরোধ করে।জামবুরাতে রাইবোফ্লাবিন ও থায়ামিন আছে। যাহার কারণে স্নায়ুবিক কার্যক্রমকে স্বাভাবিক রাখে। মাথা যন্ত্রণা অথবা মাথাব্যথা জাতীয় রোগ নিরাময় করে।

শারিরিক কার্যক্রম স্বাভাবিক রাখে। জাম্বুরায় পর্যাপ্ত পটাশিয়াম ও কপার রয়েছে। যার শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে। জাম্বুরায় পর্যাপ্ত ফাইবার বা খাদ্য আশ আছে। যাহা হজমে সহায়তা করে এবং পাকস্থলীতে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। জামুরায় লোসোডিয়াম ও উচ্চ পটাশিয়াম রয়েছে। যার কারণে রক্তচাপ স্বাভাবিক রাখে।

রক্তনালী প্রসারিত করে। জাম্বুরায় প্রচুর পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম আছে। যাহা পেশি সংকোচন রোধ করতে সহায়তা করে। পেশি ও হাড়ের গঠন মজবুত করে। শরীরের পানি শূন্যতা দূর করে। ডায়াবেটিস রোগীদের জন্য ভালো খাবার। জাম্বুরা রক্তের শর্করা লেভেল নিয়ন্ত্রণ করে। জন্ডিস রোগীদের জন্য জাম্বুর লিভার টনিক হিসেবে কাজ করে।

জন্ডিস রোগীরা যদি নিয়মিত জাম্বুরা খান সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। যাদের অল্পতেই ঠান্ডা লাগে অথবা সর্দি কাশি হয় তাদের জন্য জাম্বুরা একটি ভালো ফল। জাম্বুরা খেলে সর্দি কাশি উপশম হয়। জাম্বুরার আরো অনেক উপকার রয়েছে। একথা বলা যায় যে আমাদের নিয়মিত জাম্বুরা খেতে হবে।

তাই আমরা প্রত্যেকেই বাসায় একটি করে জাম্বুরা গাছ লাগাই। জামুরা নারিনজেরিন এবং নারীরগি মতো শক্তিশালী ফাইটোনিউট্রিয়েন্টস আছে। যার কারণে এই ফল খেলে লিভারকে ফ্রি রেডিকেল টক্সিন থেকে রক্ষা করে। লিভার সুস্থ থাকে।

জেনে নিই জাম্বুরা খাওয়ার নিয়ম

আজকের বিষয় জাম্বুরা খাওয়ার উপকারিতার বিবরণ।জাম্বুরা একটি উপকারী পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। এ ফলের বাহিরের অংশ সবুজ অথবা হলুদ সবুজ। ভিতরের অংশ লাল বা গোলাপি রঙ্গের। রং ভেদে পুষ্টির কোন তারতম নাই।

আরও পড়ুনঃ পুরুষদের জন্য অ্যালোভেরার উপকারিতা জানুন

সাধারণত লাল রঙ্গের জামবুরা গুলো একটু বেশি মিষ্টি হয়। সাধারণত কোয়া থেকে খুলে জাম্বুরা খাওয়া যায়। জাম্বুরার কোয়া খুলে একটা পাত্রে নিয়ে লবণ মরিচ ও তেল দিয়ে মাখিয়ে খাওয়া যায়। অনেকে এটা খেতে পছন্দ করেন। জাম্বুরা খাওয়ার নির্দিষ্ট কোন সময় নাই।

সব সময় জাম্বুরা খেতে পারেন। ডাক্তার জয়নাল আবেদিন বলেন সব সময় জাম্বুরা খাওয়া যায়। জাম্বুরা শরীরের জন্য অত্যন্ত উপকারী ও পুষ্টি গুণসম্পন্ন ফল। ডাক্তার জয়নাল আবেদীন পরামর্শ দেন যে জাম্বুরা শরবত করে খেলে ভালো উপকার পাওয়া যায়।

জেনে নিই জাম্বুরা খেলে কি গ্যাস হয়

জাম্বুরা আশ জাতীয় খাবার। আশ জাতীয় খাবারগুলো খাদ্য হজমের সহযোগিতা করে। এছাড়াও পাকস্থলীতে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে। যার কারনে জাম্বুরা খেলে হজম ভালো হয়। জাম্বুরা যেহেতু আশ জাতীয় খাদ্য সেহেতু জাম্বুরা খেলে গ্যাস হয় না বরং গ্যাস ভালো হয়।

লেখক এর মন্তব্য

আজকের বিষয় জাম্বুরা খাওয়ার উপকারিতার বিবরণ। জাম্বুরা অত্যধিক উপকারী ভিটামিন ও অন্যান্য পুষ্টি সমৃদ্ধ ফল। এর ফলে প্রচুর পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে। জাম্বুরা আমাদের খাদ্য তালিকায় রাখা দরকার। বর্তমানে থাইল্যান্ডের জাত বারোমাসি জাম্বুরা রয়েছে।

আমরা একটি করে জাম্বুরার গাছ বাসায় যদি লাগাই। বাসার পুষ্টি চাহিদা তে এই জাম্বুরা অনেক সহযোগিতা করবে। তাই আসুন জাম্বুরা সম্পর্কে জেনে নিই এবং জাম্বুরা থেকে উপকৃত হই। আশা করি আমার এই পোস্ট ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url